বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০২:২৮ অপরাহ্ন

বান্দরবানে ৩ উপজেলায় ভ্রমণে ফের নিষেধাজ্ঞা

  • টাইম আপডেট : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১২ কত বার দেখা হয়েছে
বান্দরবানে ৩ উপজেলায় ভ্রমণে ফের নিষেধাজ্ঞা


বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলা ভ্রমণে ফের অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে স্থানীয় প্রশাসন।

আজ বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সই করা এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

Celebrating novo mobile

এতে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে রোয়াংছড়ি, রুমা এবং থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিষিদ্ধ করা হলো। আগামীকাল বৃহস্পতিবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান পার্বত্য জেলায় স্থানীয় ও বিদেশী পর্যটকদের ভ্রমণ সংক্রান্তে গত ১০ ফেব্রুয়ারি জারিকৃত গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় পর্যটকদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশী পর্যটকদের ভ্রমণ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিষিদ্ধ করা হলো। তবে বান্দরবান সদর, লামা, নাইক্ষ্যংছড়ি ও আলীকদম উপজেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।

এর আগে বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলার দুর্গম এলাকাগুলোতে সন্ত্রাসীদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ২০২২ সালের ১৭ অক্টোবর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন। পরে কয়েক দফায় বাড়িয়ে থানচি ও আলীকদমেও দেয়া হয়েছিল এ নিষেধাজ্ঞা। ক্রমান্বয়ে আলীকদম, থানচি ও রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও রুমাতে নিষেধাজ্ঞা বহাল ছিল।



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published.

এই ধরণের আরো খবর জানতে..
%d bloggers like this: