শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৩:০৪ পূর্বাহ্ন

বিমানের নেপালগামী ফ্লাইটের জরুরি অবতরণ ভারতে 

  • টাইম আপডেট : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৯ কত বার দেখা হয়েছে
বিমানের নেপালগামী ফ্লাইটের জরুরি অবতরণ ভারতে 


ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৭১ ফ্লাইটটি কারিগরি ত্রুটির কারণে ভারতে জরুরি অবতরণ করেছে। ত্রুটি মেরামত শেষে ফ্লাইটটি নেপাল হয়ে ঢাকায় ফিরেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

জানা গেছে, বিমানের নেপালগামী বিজি ৩৭১ ফ্লাইটটি গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। প্রায় আধা ঘণ্টা পর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ভারতের জয় প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। ফ্লাইটটি স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে নেপালে পৌঁছানোর কথা ছিল। ফ্লাইটে ৭১ জন যাত্রী ছিলেন।

Celebrating novo mobile

এদিকে একই উড়োজাহাজে নেপালের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে নেপাল থেকে ঢাকাগামী যাত্রীদের নেয়ার কথা ছিল। ফ্লাইটটির যান্ত্রিক ত্রুটির কারণে সেই যাত্রীরা নেপালের বিমানবন্দরে অপেক্ষা করেন। যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে ফ্লাইটটি নেপালে পৌঁছায় স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে। পরবর্তীতে সেখান থেকে ৯১ যাত্রী নিয়ে ঢাকায় ফিরে আসে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি ভারতে জরুরি অবতরণ করেছিল। ত্রুটি মেরামত শেষে যাত্রী পরিবহন করছে।’



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..