সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৯ পূর্বাহ্ন

বিমান ধর্মঘটে জার্মানিতে শত শত ফ্লাইট বাতিল

  • টাইম আপডেট : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ২০ কত বার দেখা হয়েছে
বিমান ধর্মঘটে জার্মানিতে শত শত ফ্লাইট বাতিল


জার্মানিতে আবারও বিমান ধর্মঘটের ডাক দিয়েছেন বিমানবন্দরের কর্মকর্তারা। গতকাল সোমবার ধর্মঘটের কারণে দেশটির পশ্চিমাঞ্চলের দুটি বিমানবন্দরের ৩শ’রও বেশি ফ্লাইট বাতিল হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। জার্মানির বিমানবন্দরগুলোতে ধর্মঘট যেন থামছেই না।

বেতন-ভাতা বাড়ানোর দাবিতে সোমবার দেশটির নর্দরাইন ভেস্টফালেন অঙ্গরাজ্যের সবচেয়ে ব্যস্ত ডুসেলডর্ফ ও বন কোলন বিমানবন্দরে ধর্মঘট ডাকা হয়। এতে বাতিল হয়ে যায় কয়েকশ’ ফ্লাইট। চরম ভোগান্তিতে পড়েন লাখ লাখ যাত্রী।

Celebrating novo mobile

বন কোলন বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ধর্মঘটের প্রস্তুতি হিসেবে স্থানীয় সময় গতকাল রোববার রাতেই ১৩৬টির মধ্যে ১৩১টি ফ্লাইট বাতিল করা হয়। একই চিত্র ডুসেলডর্ফ বিমানবন্দরেও। সেখানে একসঙ্গে ৩৩০টি ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েন বহু যাত্রী। এদের মধ্যে অনেককেই পাঠিয়ে দেয়া হয় অন্য বিমানবন্দরে।

এদিকে বেতন-ভাতা বাড়ানোর দাবি মেনে না নিলে ধর্মঘটের সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছে জার্মান ট্রেড ইউনিয়ন। এ নিয়ে সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনাও হয়েছে বলেও জানা গেছে। তবে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি সংগঠনটির।

ধর্মঘটের ডাক দেয়া কর্মকর্তারা বলেন, গেল সপ্তাহে আমরা ধর্ঘটের ডাক দিয়েছিলাম। কিন্তু কর্তৃপক্ষ আমাদের দাবি অনুযায়ী বেতন-ভাতা বাড়ায়নি। যথেষ্ট হয়েছে, আমরা আর সহ্য করতে পারছি না। আয়ের তুলনায় আমাদের ব্যয় অনেক বেশি।



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..