বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:৫২ পূর্বাহ্ন

বিমান সংস্থা ভিসতারা এয়ারলাইন্সের বর্ষপূর্তি উদযাপন

  • টাইম আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ২৬ কত বার দেখা হয়েছে
বিমান সংস্থা ভিসতারা এয়ারলাইন্সের বর্ষপূর্তি উদযাপন


ভারতীয় বিমান সংস্থা ভিসতারা এয়ারলাইন্সের বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে ঢাকায়।

 

গত রবিবার রাজধানীর হোটেল রেডিসানে “ভিসতারা নাইট” নামে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এভিয়েশন খাতে  আরও সম্প্রসারিত  বাণিজ্যিক কর্মসূচি ঘোষণা দিয়েছে এয়ারলাইন্সটির স্থানীয় জিএসএ মাস ট্রাভেলস ট্যুরের স্বত্বাধিকারী কোম্পানী রিদম গ্রুপ।

Celebrating novo mobile

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ,সচিব মোকাম্মল হোসেন, বেবিচক চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মফিদুর রহমান,ভিসতারা টাটা সিঙ্গাপুর এয়ারলাইন্সের কান্নান, ভাইস প্রেসিডেন্ট কায়জাদ পোস্তাওয়ালা,  সিসিও দীপক রাজাওয়াত,  সিইও ভিসতারা টাটার কায়জার , কান্ট্রি ম্যানেজার মরগ্যান, রিদম গ্রুপ চেয়ারম্যান  আলী আমজাদ হোসাইন,  ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন, ডিএমডি আবির হোসাইন। ছিলেন বেশ কয়েকটি দেশের কূটনীতিক ও প্রতিনিধিরা। অনুষ্ঠানে বক্তারা ভিসতারা ফ্লাইটের সময়সূচি, যাত্রী সেবা, ও পেশাদারিত্বের ভুয়সী প্রশংসা করে বলেন-এটি শুধু দু’দেশের বাণিজ্যিক সম্ভাবনাকেই প্রসারিত করবেনা। ভ্রাতৃপ্রতিম দু’দেশের সংস্কৃতি, ঐতিহ্য, ও দ্বিপাক্ষীয় সম্পর্ককে আরও শাণিত ও সমৃদ্ব করবে।

এ সময় ভিসতারায় ভ্রমণকারী শীর্ষ ১০ যাত্রী, ৫টি কার্গো ব্যবহারকারী ও ২৫ টি ট্রাভেলস এজেন্টসকে এ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে খ্যাতিমান গায়িকা রুনা লায়লার একক সংগীতানুষ্ঠানে মনোমুগ্ধকর উপস্থিত দর্শক শ্রোতাদের বাড়তি আনন্দ দেয়।



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..