সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১০:০১ অপরাহ্ন

বিরক্ত হয়ে সাইফ আলি খান পাপারাজ্জিদের বলেন ‘হুমারে বেডরুম মে আজাইয়ে’

  • টাইম আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৯ কত বার দেখা হয়েছে
বিরক্ত হয়ে সাইফ আলি খান পাপারাজ্জিদের বলেন ‘হুমারে বেডরুম মে আজাইয়ে’


পাপারাজ্জিদের কাজই হলো তারকাদের দেখলেই ক্যামেরাবন্দি করা। তারকারও তাদের আবদার মেটান। প্রায়ই তারা হাসিমুখে পোজ দিয়ে থাকেন, কখনও বা নিজের খেয়ালে এড়িয়ে যান। মাঝে মাঝে পাপারাজ্জিদের পীড়াপীড়িতে বিরক্তও হন তারকা। না জানিয়ে ছবি তোলায় পাপারাজ্জিদের সঙ্গে অনেক সময় খারাপ ব্যবহার করেন।

গতকাল বৃহস্পতিবার রাতে পাপারাজ্জিদের খপ্পরে পড়েন সাইফ আলি খান। বিরক্ত হয়ে একপর্যায়ে তাদেরকে বেডরুম পর্যন্ত চলে আসতে বলেন সাইফ। খবর টাইমস অব ইন্ডিয়ার।

Celebrating novo mobile

সাইফ আলি খান, কারিনা কাপুর খান তাদের সন্তান তৈমুর আলী খান এবং জেহ আলি খান পাপারাজ্জিদের কাছে বেশ জনপ্রিয়। এই দম্পতিও সব সময়ই আনন্দের সঙ্গে ক্যামেরাবন্দি হতে ভালোবাসেন। তবে বৃহস্পতিবার রাতে সাইফ পাপারাজ্জিদের প্রতি বিরক্তিকর প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

গতরাতে মালাইকা অরোরার মা জয়েস অরোরার জন্মদিনে যান কারিনা, সাইফ ও কারিশমা কাপুর। তাদের অসাধারণ দেখাচ্ছিল। কারিনার গায়ে ছিল কালো রংয়ের পোশাক। সাইফও কালো কুর্তা পরে ছিলেন। সাইফ ও কারিনা বাড়ি ঢোকার আগ পর্যন্ত পাপারাজ্জিরা তাদের অনুসরণ করেছিল। হাতে হাত রেখে একসঙ্গে হাঁটার সময় তাদের খুব সুন্দর দেখাচ্ছিল।

পাপারাজ্জিরা যখন তাদের অনুসরণ করতে থাকে, তখন সাইফ বলেন, ‘এক কাজ করা যায়, আমাদের বেডরুম পর্যন্ত এসে পরো তোমরা।’ সাইফের এই প্রতিক্রিয়ায় কারিনা হাসেছিলেন।



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..