রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৭ পূর্বাহ্ন

বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

  • টাইম আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১৮ কত বার দেখা হয়েছে
বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ


বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ রবিবার ৪ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ইতিহাস গড়ে সিরিজ জিতল টাইগাররা। এর আগে ইংলিশদের বিপক্ষে কোন টি-টোয়েন্টি সিরিজ খেলেনি সাকিব-লিটনরা। তবে দুটি ওয়ানডে সিরিজের দুটিতেই হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা। চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে সফরকারীদের ৬ উইকেটে হারানোর পর আজ মিরপুরে ৪ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল টাইগাররা।

হোম অব ক্রিকেট মিরপুরে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১১৭ রানেই গুটিয়ে যায় বাটলার বাহিনী। ১১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হতাশ করেন ওপেনার লিটন দাস। মাত্র ৯ রানে সাজঘরে ফেরেন তিনি। আরেক ওপেনার রনি তালুকদারও ইনিংস বড় করতে পারেননি। তিনিও আউট হন ৯ রান করে। এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং চালিয়ে যান আগের ম্যাচের ম্যাচসেরা নাজমুল হোসেন শান্ত। তৌহিদ হৃদয় ১৭ রানে আউট হলেও মারমুখী ছিলেন মেহেদী হাসান মিরাজ। ১৬ বলে ২০ রান করে মেহেদী সাজঘরে ফেরার পর চমক দেখাতে পারেননি অধিনায়ক সাকিব। রানের খাতা না খুলেই মাঠ ছাড়েন টাইগার অধিনায়ক। ৩ বলে ২ রান করে আউট হন আফিফ।

Celebrating novo mobile

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। টাইগারদের প্রথম ব্রেক থ্রু এনে দেন তাসকিন। ওপেনার ডেভিড মালানকে ৫ রানে সাজঘরে ফেরান এই পেসার। এরপর আরেক ওপেনার ফিল সল্টকে ২৫ রানে সাজঘরে ফেরান সাকিব। অধিনায়ক বাটলারকে বেশিদূর এগুতে দেননি হাসান মাহমুদ। ইংলিশদের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন বেন ডাকেট। এর মধ্যে মঈন আলির ১৫, স্যাম কারানের ১২ ও রেহান আহমেদের ১১ রানের সুবাদে কোনরকমে ১১৭ রানের পুজি পায় বাটলার বাহিনী।



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..