মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০২:০৩ অপরাহ্ন
News Headline :
দুবাইয়ে ‘প্রভাবশালী নারী’ অ্যাওয়ার্ড পেলেন আবিদা হোসেন রমজান উপলক্ষে মধ্যপ্রাচ্যে মূল্যছাড়ের প্রতিযোগিতা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা দৃঢ় প্রতিজ্ঞ : স্পিকার র‍্যানসমওয়্যারের আক্রমণে ডাউন বাংলাদেশ বিমানের ই-মেইল সার্ভার দুর্নীতি প্রতিরোধে দুদককে সোচ্চার হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির মাঝ আকাশে হঠাৎ হার্ট অ্যাটাক, মায়ানমারে জরুরি অবতরণ মন্ত্রীদের অফিসিয়াল ফোনে টিকটক নিষিদ্ধ করল যুক্তরাজ্য ১৬৭ বছরের পুরনো সুইস ব্যাংকটি কিনে নিচ্ছে ইউবিএস পারমাণবিক যুদ্ধের প্রস্তুতির নির্দেশ কিমের মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা: ইমাদ পরিবহনের বিরুদ্ধে মামলা

বিসিবির কেন্দ্রীয় চুক্তি: কারা আছেন, কারা নেই

  • টাইম আপডেট : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৫ কত বার দেখা হয়েছে
বিসিবির কেন্দ্রীয় চুক্তি: কারা আছেন, কারা নেই

বিসিবির কেন্দ্রীয় চুক্তিভুক্ত হয়েছেন ২১ জন ক্রিকেটার। আজ শনিবার দুপুর গড়িয়ে বিকেল নামতেই ক্রিকেটারদের তালিকা দিয়েছে বোর্ড। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২১ জনের মধ্যে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই আছেন মাত্র ৪ ক্রিকেটার। তারা হলেন- লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।

এছাড়া টেস্ট এবং ওয়ানডেতে চুক্তির অধীনে আছেন দুজন-তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। শুধু টেস্টে চুক্তিভুক্ত ক্রিকেটারের সংখ্যা ৭ জন। তারা হলেন- নাজমুল হোসেন শান্ত, কাজী নুরুল হাসান সোহান, মুমিনুল হক সৌরভ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ ও জাকির হাসান।

 

Celebrating novo mobile

শুধু টি-টোয়েন্টিতে আছেন ৪ তরুণ নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান, মোসাদ্দেক হোসেন ও হাসান মাহমুদ। শুধু ওয়ানডেতে-মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ও শরিফুল ইসলাম।

গত বছরও বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন ২১ ক্রিকেটার। তবে সংখ্যা অপরিবর্তিত থাকলেও ক্রিকেটারে এসেছে পরিবর্তনের ছোঁয়া।

আগেরবার বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন, অথচ এবার মানে নতুন বছরে চুক্তিতে নেই ৪ তরুণ ক্রিকেটার সাদমান ইসলাম, ইয়াসির আলি রাব্বি , মাহমুদুল হাসান জয় ও নাইম শেখ।

 

তারা চুক্তির বাইরে চলে যাওয়ায় খুব স্বাভাবিকভাবেই নতুন করে চুক্তির আওতায় আনা হয়েছে নতুন ৪ জনকে। আগের বার কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন না, অথচ এবার নতুন করে চুক্তির অধীনে আসা ৪ ক্রিকেটার হলেন-জাকির হাসান, খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও মোসাদ্দেক হোসেন সৈকত।

গতবার তিন ফরম্যাটে চুক্তিভুক্তদের বাইরে থাকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এবার টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি তিন ফরম্যাটে সাকিব আল হাসান, লিটন দাস ও তাসকিন আহমেদের সাথে নতুনভাবে যুক্ত হয়েছেন।

অন্যদিকে সে অর্থে টেস্টে তেমন কোনো পারফরমেন্স না দেখিয়েও চুক্তিতে বহাল মুমিনুল হক। টেস্টে চুক্তিভুক্তদের মধ্যে আছেন জাতীয় টেস্ট দলের সাবেক অধিনায়ক।

নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published.

এই ধরণের আরো খবর জানতে..