শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৯ অপরাহ্ন

বুবলীর দুই বাচ্চা!

  • টাইম আপডেট : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১৮ কত বার দেখা হয়েছে
বুবলীর দুই বাচ্চা!

চিত্রনায়িকা বুবলী বলেছেন, শেহজাদ তার বাবার মতো। আমি গল্প শুনেছি পরিবারের সবাই বলে একদম মাসুদের মতো, বাড়িতে উনাকে (শাকিব খান) সবাই মাসুদ নামে ডাকে।
সম্প্রতি এক বেসরকারি টিভির অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

বুবলী আরও বলেন, শেহজাদের সঙ্গে সময় কাটানোর সময় সেও (শাকিব) তিন বছরের হয়ে যায়। বাবার সঙ্গে শেহজাদ ফুটবল খেলে, দাবা খেলে, গাড়িতে ঘুরতে বের হয়, লুকোচুরি খেলে। আমি যখন এগুলো দেখি, আমার মনে হয় দুইটা বাচ্চাকে দেখছি। শেহজাদ তার বাবার সঙ্গে সময় কাটাতে বেশি ইনজয় করে।

এই নায়িকা ছেলের বিষয়ে আরো বলেন, কার্টুন দেখার সময় অনেক সময় ইউটিউবে আমাদের মুভির গানগুলো চলে আসে তখন সে ড্যাডি-মাম্মি বলে উচ্ছ্বাস করে।

শ্বশুর-শাশুড়ি অনেক ভালো মনের মানুষ বলেও অনুষ্ঠানে জানিয়েছেন বুবলী।

The post বুবলীর দুই বাচ্চা! appeared first on Aviation NewsBD.

নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..