সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৯:১৪ অপরাহ্ন

‘বৈমানিক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের সত্যতা পেলে কঠোর ব্যবস্থা’

  • টাইম আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২৭ কত বার দেখা হয়েছে
‘বৈমানিক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের সত্যতা পেলে কঠোর ব্যবস্থা’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, বৈমানিক নিয়োগ প্রক্রিয়ায় যে অনিয়মের অভিযোগ এসেছে, তার সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেছেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়।

আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে শেয়ারট্রিপ আয়োজিত ট্রাভেল ক্রেডিট কার্ড স্কাইট্রিপের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব বলেন।

Celebrating novo mobile

মাহবুব আলী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ডিজিটালাইজড হয়েছে। আমরা ইতিমধ্যে মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছি।একই সঙ্গে দেশের পর্যটন খাতও অনেকটা এগিয়ে গেছে। ভ্রমনের সময় টাকা বহন করা ঝুঁকিপূর্ণ, সেটাকে স্কাইট্রিপ ট্রাভেল ক্রেডিট কার্ড ঝুঁকিমুক্ত করে দিচ্ছে। এটি পর্যটন খাতের একটি উল্লেোযোগ্য অগ্রগতি। এর ফলে দেশী-বিদেশী পর্যটকরা কি পরিমান খরচ করছে তার একটি হিসাব পাওয়া যাবে। যেটা আগে নির্ণয় করা যেত না।

প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন অভিজাত হোটেলের ক্ষেত্রে অধিক চার্জ রাখার অভিযোগ পাওয়া যায়। ফলে অনেকেই হোটেলের সেবা গ্রহন করতে পারেন না। সব শ্রেনীর গ্রাহক যেন অভিজাত হোটেলগু&লো সেবা নিতে পারেন,সে লক্ষ্যে আমরা কাজ করছি। যেন একটি পর্যটনবান্ধব পরিবেশ গড়ে ওঠে।

এছাড়া বিদেশী পর্যটকদের জন্য আলাদা একটি অঞ্চল নির্মান করা হবে। যেন এ খাত থেকে প্রাপ্ত ফরেন কারেন্সি জিডিপিতে অবদান রাখতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশে টুরিজম মাস্টারপ্ল্যান নিয়েও কাজ চলছে কিছুদিনের মধ্যেই এ বিষয়ে একটি মতামত সভার আয়োজন করা হবে।সবার মতামতের প্রেক্ষিতে মাস্টারপ্ল্যানটি চূড়ান্ত করা হবে, যা দেশের পর্যটন খাতকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) মো. মোতাছিম বিল্লাহ,স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের হেড অব পোর্টফোলিও ইনভেস্টমেন্ট হাসান এ.আরিফ,ইস্টার্ন ব্যাংক লিমিটেডের এমডি রেজা ইফতেখার, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, শেয়ারট্রিপ এর সিইও অ্যান্ড কো-ফাউন্ডার সাদিয়া হক প্রমুখ।

মাস্টারকার্ড, শেয়ারট্রিপ ও ইস্টার্ন ব্যাংক লিমিটেড একত্রে নিয়ে এসেছে ট্রাভেল ক্রেডিট কার্ড ‘স্কাইট্রিপ’। বিশেষ এই ট্রাভেল কার্ডটি পর্যটকদের জন্য আরো নিরাপদ এবং সুবিধাজনক পেমেন্ট সুবিধা প্রদানের পাশাপাশি তাদের এন্ড-টু-এন্ড ট্রাভেল সল্যুশন দেবে।

স্কাইট্রিপ কার্ডের মাধ্যমে পর্যটকরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ইবিএল স্কাই লাউঞ্জে প্রবেশাধিকার ও সার্ভিসের মতো অনন্য সুবিধা পাবেন।

তাছাড়া ট্রাভেল ইন্স্যুরেন্স ও ব্যাগেজ সুরক্ষার পাশাপাশি কার্ডহোল্ডররা মাস্টারকার্ডের লাউঞ্জকি সুবিধার মাধ্যমে ১২০টি দেশের ১ হাজার ১০০টিরও বেশি আন্তর্জাতিক বিমানবন্দর লাউঞ্জে বিনামূল্যে প্রবেশাধিকার পাবেন।

পাশাপাশি স্কাইট্রিপ কার্ডহোল্ডাররা বাই ওয়ান-গেট ওয়ান ডাইনিং অফার, ক্যাশব্যাক অফার, ডাইনিং ডিসকাউন্ট, শেয়ারট্রিপে দ্বিগুণ ট্রিপকয়েন ও ইবিএল স্কাইকয়েন-এর পাশাপাশি বাংলাদেশের বাংলাদেশে মাস্টারকার্ডের ৬,০০০ এর ও বেশি মার্চেন্ট আউটলেটে বিশেষ অফারসমূহ উপভোগ করতে পারবেন।

শেয়ারট্রিপের সিইও এবং কো-ফাউন্ডার সাদিয়া হক বলেন, মাস্টারকার্ড এবং ইবিএল-এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে অভিনব এই কার্ড চালু করতে পেরে আমরা রোমাঞ্চিত, যেটি ভ্রমণের আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে এবং গ্রাহকদের ভালো লাগার ও প্রয়োজনীয় কাজগুলোর অভিজ্ঞতা লাভের নতুন সুযোগ তৈরি করে দেবে। গ্রাহকদের ভ্রমণ অভিজ্ঞতা সমৃদ্ধ করতে এবং তাদের নিত্য-নতুন ভ্রমণ গন্তব্যের সন্ধান দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। শেয়ারট্রিপ এর চমৎকার আয়োজনগুলোর মধ্যে এই ‘স্কাইট্রিপ’ কার্ড সেবা অন্যতম এবং গ্রাহকদের জন্য আমাদের আরো অনেক আকর্ষণীয় সব অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে।

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও আলী রেজা ইফতেখার বলেন, এই কো-ব্র্যান্ড ট্রাভেল কার্ড কার্ডহোল্ডারদের বিশেষ বিশেষ অফার সহ বিশ্বব্যাপী এমন সব সুবিধা দেবে- যা তারা আগে কখনো উপভোগ করেননি। আমরা মাস্টারকার্ড এবং শেয়ারট্রিপের সাথে অংশীদারিত্ব গড়তে পেরে আনন্দিত এবং ভবিষ্যতে আরও অনেক উদ্ভাবনী ভাবনা যুক্ত করে গ্রাহকদের ভ্রমণের অভিজ্ঞ ূতাকে অনন্য করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

মাস্টারকার্ড বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, মাস্টারকার্ড, ইবিএল এবং শেয়ারট্রিপ কে সঙ্গে নিয়ে এই ক্যাশলেস ট্রানজেকশন সল্যুশন প্রদান করতে পেরে আনন্দিত, যা কেবল নিরাপদ ও অত্যন্ত সুবিধাজনক-ই নয় বরং কার্ডহোল্ডারদের আকর্ষণীয় ডিসকাউন্ট, বিভিন্ন অফার এবং অন্যান্য সেবা প্রদানের মাধ্যমে তাদের নির্বিঘ্ন ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করবে।

নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..