বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:৪৯ পূর্বাহ্ন

ব্রিটিশ গায়কের সঙ্গে নুসরাত ফারিয়ার গান

  • টাইম আপডেট : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৩৫ কত বার দেখা হয়েছে
ব্রিটিশ গায়কের সঙ্গে নুসরাত ফারিয়ার গান


মডেল, উপস্থাপিকা, অভিনেত্রীর পর নুসরাত ফারিয়ার জন্য নতুন বিশেষণ গায়িকা। তাও সেটা বছর পাঁচেক হলো। বিগত সময়ে এনেছেন তিন-তিনটি গান। আসছে আরও এক নতুন ট্র্যাক। নাম ‘বুঝি না তো তাই’।

এতে সহশিল্পী হিসেবে থাকছেন ব্রিটিশ র‌্যাপার মুজজি স্ট্রেইনজার। বাংলাদেশি বংশোদ্ভূত এ গায়ক বেশ জনপ্রিয়তা পেয়েছেন দেশের বাইরে। হয়েছিলেন বিবিসি এশিয়ান নেটওয়ার্কের সেরা তিন প্রতিযোগীর একজন। প্রথম বাংলাদেশি হিসেবে কাজ করছেন মেইন স্ট্রিম ব্রিটিশ মিউজিক ইন্ডাস্ট্রিতে।

Celebrating novo mobile

ফারিয়া বলেন, ‘কিছুদিন হলো মুজজির সঙ্গে আমার পরিচয়। তার সুরে অন্যরকম কিছু আছে। ছন্দটাও একেবারে নাচের। এবারের গানে সংগীতপ্রেমীরা নতুন এক নুসরাত ফারিয়ার দেখা পাবেন।’

গানটির সুর মুমজি আর সংগীতায়োজনে আছেন ডিজে লায়ান। কথা লিখেছেন বাঁধন।

ফারিয়া আরও বলেন, ‘গত It’s থাইল্যান্ডে এর শুট করেছি। বরাবরের মতোএতেই আমার পছন্দের ডিরেক্টর ও ড্যান্সার বাবা যাদব যুক্ত হয়েছেন। তিনিই কোরিওগ্রাফি ও নির্দেশনা দিয়েছেন।’

ভিডিও অবমুক্ত হবে ভারতের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের ইউটিউব চ্যানেলে। আগামী রোজার ঈদে এটি দেখতে পারবেন দর্শক-শ্রোতারা।

২০১৮ সালে নুসরাত ফারিয়া কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। তার প্রথম গানের শিরোনাম ছিল ‘পটাকা’। এরপর ২০২০ সালে তিনি প্রকাশ করেন দ্বিতীয় একক গান ‘আমি চাই থাকতে’। সবশেষ ২০২১ সালে প্রকাশ পেয়েছিল তার একক গান ‘হাবিবি’। গানটি দর্শক-শ্রোতার মধ্যে বেশ সাড়া ফেলেছিল।



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..