নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভিকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। নাসিকের পরিচ্ছন্ন কর্মীদের আন্দোলনে তাদেরকে ‘ভাত খাইতে ভাত পাস না’ মন্তব্য করে দেশের বর্তমান দুরাবস্থা তুলে ধরায় এ ধন্যবাদ জানান নারায়ণগঞ্জ বিএনপির নেতারা।
আজ বুধবার দেয়া প্রতিক্রিয়ায় এ ধন্যবাদ জানান তারা। এর আগে গতকাল মঙ্গলবার পরিচ্ছন্ন কর্মীদের ‘তোরা ভাত খাইতে পাস না, আবার দামি মোবাইল পাইলি কেমনে?’ মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন মেয়র।
ওই সময় মেয়র আইভী পরিচ্ছন্নকর্মীসহ দায়িত্বরতদের চাকরি থাকবে না বলেও হুমকি দেন। এ ঘটনার পর থেকেই মেয়র আইভী ও আনদোলনরত পরিচ্ছন্নকর্মীদের কথপোকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
মেয়র আইভির বিপক্ষে সর্বশেষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করা সাবেক বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার জানান, এই সরকারের আমলে যেভাবে দ্রব্যমূল্য বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, হোটেল রেস্তোরায় যেভাবে দাম বেড়েছে সেখানে এ ভাত না পাওয়াটাই তো স্বাভাবিক।
পেট ভরে ভাত খাওয়া তো পরের কথা, তিনবেলা ভাত খাওয়া নিয়েই দুশ্চিন্তায় এদেশের সাধারণ ও খেটে খাওয়া মানুষ। সাধারণ মানুষ যে ভাত খেতে ভাত পাওয়া এটা তার মন্তব্যে পরিষ্কার। এখন সুখে আছে যারা সরকারের ছত্রছায়ায় লুটপাট করতে পারছে, তারা পেট ভরে ভাতও খেতে পারে।
এ ব্যাপারে মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, মানুষ বর্তমান অবস্থায় চরম দুর্দশার মধ্যে রয়েছে। দ্রব্যমূল্যের এমন খারাপ অবস্থা হয়েছে যে মানুষ এখন তাদের সংসার চালাতে হিমশিম খায়।
নায্যমূল্যের চাল কিনতে অনেক মধ্যবিত্তও সেখানে ঘন্টার পর ঘন্টা লাইন ধরে থাকে। মানুষের আয় বাড়েনি কিন্তু দ্রব্যমূল্য কয়েকগুন বেড়েছে। বিদ্যুৎ গ্যাস এসবের দামও চরমভাবে বেড়েছে।
এ কারণে কেউ এক বেলা কেউ না খেয়ে চলছে নিম্নবিত্তে আর মধ্যবিত্তে কথাই বলছে পারছেনা কেউ কেউ। তাদের দুর্দশার কথা লজ্জায় বলতেও পারেনা। এসময় মেয়রের এ কথায় দেশের দুর্ভিক্ষের অবস্থা প্রমান হয়। আর এ সত্য মন্তব্যের জন্য তাকে ধন্যবাদ।
জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন বলেন, আইভির এ বক্তব্যে প্রমান হয়েছে দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। আইভি সত্য কথা বলেছেন। পরিচ্ছন্ন কর্মীদের এ আন্দোলন আমাদের ১০ দফা আন্দলনের সাথে মিলে যায় কারণ দেশে জিনিসপত্রের দাম বেড়ে হাহাকার পরিস্থিতি চলছে। আইভি এ কথা বলে প্রমান করেছেন তারা অভাবে আছেন।