শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০২:০৬ পূর্বাহ্ন

মদিনার পথে চট্টগ্রামের ৪১৯ হজযাত্রী

  • টাইম আপডেট : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২১ কত বার দেখা হয়েছে
মদিনার পথে চট্টগ্রামের ৪১৯ হজযাত্রী


চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া প্রথম ফ্লাইটে সৌদি আরবের মদিনার উদ্দেশে যাত্রা করেছেন ৪১৯ জন হজযাত্রী।

আজ মঙ্গলবার ভোর ৩টা ২৫ মিনিটে মদিনার উদ্দেশে বাংলাদেশ বিমানের ফ্লাইটটির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মো. রেজাউল করিম চৌধুরী। এসময় হজযাত্রীদের সুবিধার্থে সরকারের হাতে নেওয়া কর্মপরিকল্পনা তুলে ধরেন মেয়র। এরপর হজযাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের বিমানে তুলে দেন তিনি।

Celebrating novo mobile

জানা গেছে, চলতি হজ মৌসুমে চট্টগ্রাম থেকে মদিনা ও জেদ্দায় ২২টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশ বিমান। এসব ফ্লাইটে ১০ হাজার ৫০০ হজযাত্রী বহন করা হবে। আগামী ২২ জুন চট্টগ্রাম থেকে সর্বশেষ হজ ফ্লাইট সৌদির উদ্দেশে ছেড়ে যাবে।

গতবছর চট্টগ্রাম থেকে জেদ্দা ও মদিনা রুটে ১১টি ফ্লাইট গেলেও এবার ১১টি বাড়িয়ে ২২টি করা হয়েছে। এর মধ্যে ছয়টি যাবে মদিনায়। এসব ফ্লাইটে ১০ হাজারের বেশি হজযাত্রী পরিবহন করা হবে। গত বছর চট্টগ্রাম থেকে হজযাত্রীর সংখ্যা ছিল পাঁচ হাজার। এবার সংখ্যা বেড়ে দ্বিগুণের বেশি ১০ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহা ব্যবস্থাপক (বিপণন) মো. সালাহউদ্দিন, মহা ব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার, শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ, হজ এজেন্সি অ্যাসোসিয়েশন বাংলাদেশ (হাব) চট্টগ্রাম জোনের চেয়ারম্যান মো. শাহ আলম ও অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিস অব বাংলাদেশ (আটাব) চট্টগ্রামের সভাপতি মো. আবু জাফর।



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..