শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০১:৩৭ পূর্বাহ্ন

মদিনায় পৌঁছানোর ৪৮ ঘণ্টা আগেই হজযাত্রীদের তথ্য আপলোডের নির্দেশ

  • টাইম আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৩১ কত বার দেখা হয়েছে
মদিনায় পৌঁছানোর ৪৮ ঘণ্টা আগেই হজযাত্রীদের তথ্য আপলোডের নির্দেশ


মদিনা বিমানবন্দরে পৌঁছানোর কমপক্ষে ৪৮ ঘণ্টা পূর্বে হজযাত্রীদের নাম ঠিকানাসহ যাবতীয় প্রি-এরাইভাল তথ্য ই-হজ সিস্টেমে আপলোড করতে সব এজেন্সিকে নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

আজ রোববার (২৮ মে) ধর্ম মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

Celebrating novo mobile

এতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে প্রি এরাইভাল ডেট ই-হজ সিস্টেমে আপলোড না করায় বিমানবন্দরে পৌঁছানোর পরে হজযাত্রীদের ভাড়া করা নির্ধারিত বাড়ি/হোটেলে পাঠাতে সমস্যা হচ্ছে। বিমানবন্দরে পৌঁছানোর পূর্বে বাস প্রস্তুত রাখাও সম্ভব হচ্ছে না। প্রি এরাইভাল ডেট ই-হজ সিস্টেমে আপলোড করা হলে সহজেই হজযাত্রীদের বাড়ি/হোটেলে পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়, মদিনা শাখা এবং আদিয়া অফিস।

কোন কারণে ই-হজ সি াস্টেমে প্রি এরাইভাল ডেট আপলোড করা সম্ভব না হলে মদিনার হজ অফিসের b[email protected] এ বিস্তারিত তথ্য প্রেরণ করে অবহিত করতে হবে।

এ অবস্থায় হজযাত্রীদের সৌদি আরবে গমনের কমপক্ষে ৪৮ ঘণ্টা পূর্বে হজযাত্রীদের প্রি এরাইভাল ডেট ই-হজ সিস্টেমে আপলোড করাসহ মদিনা হজ অফিসকে অবহিত করতে হবে।



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..