বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০২:৪১ অপরাহ্ন

মদিনায় স্বর্ণসহ আটক বিমানের কেবিন ক্রু বরখাস্ত

  • টাইম আপডেট : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৯ কত বার দেখা হয়েছে
মদিনায় স্বর্ণসহ আটক বিমানের কেবিন ক্রু বরখাস্ত


সৌদি আরবের মদিনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে অবৈধ স্বর্ণসহ আটক এফ এস এম মৌসুমি নামে এক কেবিন ক্রুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে বিমান সূত্রে জানা গেছে।

Celebrating novo mobile

এর আগে বুধবার রাতে বিমানের ঢাকাগামী বিজি ৩৩৮ নম্বর ফ্লাইট থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, বুধবার রাত সাড়ে আটটায় মদিনা-ঢাকাগামী বিমানে ফ্লাইটে অবস্থানকালে কেবিন ক্রু মৌসুমির হেফাজতে থাকা ব্যাগ তল্লাশি করে নিরাপত্তাকর্মীরা। এ সময় তার ব্যাগে সুকৌশলে লুকিয়ে রাখা অবৈধ স্বর্ণ উদ্ধার করা হয়। তাকে মদিনায় বিমানের স্টেশন ম্যানেজারের কাছে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় এক ঘণ্টার বেশি সময়ের পর ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বিমানের এ ফ্লাইট। পরে মদিনা থেকে বিমানের স্টেশন ম্যানেজার বিষয়টি বিমান কর্তৃপক্ষকে জানান। পরে মদিনায় অবৈধ স্বর্ণ নিয়ে আটক কেবিন ক্রু মৌসুমি মুসলেকা দিয়ে ছাড়া পান। বুধবার রাতে বিমানের অন্য একটি ফ্লাইটে তার ঢাকায় পৌঁছার কথা ছিল।



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published.

এই ধরণের আরো খবর জানতে..
%d bloggers like this: