বলিউডের তরুণ তুর্কি সুশান্ত সিংহ রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর অভিযোগের আঙুল উঠেছিল তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর দিকে। এ ঘটনায় জেলও খাটতে হয়েছে তাকে। তবে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছেন তিনি। পুরোনো প্রেমের স্মৃতি ভুলে নতুন প্রেমেও পড়েছেন এই অভিনেত্রী।
শোনা যাচ্ছে, সীমা সাজদেহের ভাই বান্টি সাজদেহের প্রেমে পড়েছেন তিনি। আর তার বাড়ি থেকেই মধ্যরাতে বের হতে দেখা গেলো রিয়াকে। সেসময়ের কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাই োরাল হওয়ার পর নেটিজেনদের কটাক্ষের শিকার হন তিনি।
ভিডিওতে দেখা যায়, মাঝরাতে বান্টির বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠছেন রিয়া। সঙ্গে বান্টিকেও একই গাড়িতে উঠতে দেখা যায়। ঐ ভিডিওতে এক নেটিজেন কটাক্ষ করে লেখেন, ‘নতুন বলির পাঁঠা পেয়েছেন রিয়া।’ আরেকজন লিখেছেন, ‘এই মেয়ে একেবারে নির্লজ্জ।’
রিয়া চক্রবর্তীর নতুন এই প্রেমিক বান্টি সাজদেহে অভিনেতা সোহেল খানের সাবেক শ্যালক। এর আগে সোনাক্ষী সিনহার সঙ্গেও নাম জড়িয়েছিল তার। বিনোদন ও ক্রীড়া নিয়ে ব্যবস্থাপনার কাজ করেন বান্টি।