শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০২:৫১ পূর্বাহ্ন

মহাসড়কে নামলো অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান

  • টাইম আপডেট : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯ কত বার দেখা হয়েছে
মহাসড়কে নামলো অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান


প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মহাসড়কে সফলভাবে অবতরণ করানো হয়েছে যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিনের তৈরি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান।

প্রশিক্ষণের অংশ হিসেবে, নরওয়ের কাছে থাকা দু’টি এফ-৩৫ বিমান সফলভাবে ফিনল্যান্ডের কেন্দ্রীয় অঞ্চল তেরভোতে সফলভাবে অবতরণ করে রয়টার্স জানিয়েছে।

এরমাধ্যমে মার্কিনিদের তৈরি অত্যাধুনিক এ যুদ্ধবিমান প্রথমবার মহাসড়কে অবতরণের রেকর্ড গড়ল।

নরওয়ের সশস্ত্র বাহিনী জানিয়েছে, বিমানগুলো সড়কে অবতরণ করার পর দ্রুত এগুলোতে জ্বালানি দেওয়া হয়। এরপর এগুলো আবার উড়ে চলে যায়। বিমানগুলোতে যখন জ্বালানি ভরা হয় তখন সেগুলোর ইঞ্জিন চালু ছিল।

এফ-৩৫ বিমানের আরেকটি মডেল এফ-৩৫বি এর আগে মহাসড়কে অবতরণ করেছিল। এ বিমানটি ঊর্ধ্বাধভাবে অবতরণেও সক্ষম।

Celebrating novo mobile



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..