দিল্লি থেকে দোহার উদ্দেশে রওনা হয়েছিল বিমান। কিন্তু মাঝ আকাশেই অসুস্থ বোধ করতে শুরু করেন এক যাত্রী। পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। কিন্তু চিকিৎসকরা ওই যাত্রীকে পরীক্ষা করে জানান, আগেই মৃত্যু হয়েছে তাঁর।
ওই যাত্রী একজন নাইজেরিয়ার নাগরিক। তাঁর নাম আব্দুল্লাহ (৬০)। দিল্লি থেকে ইন্ডিগো এয়ারলাইনের একটি বিমানে উঠেছিলেন তিনি। কিছুক্ষণ পর থেকেই অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। বিমানকর্মীরা সঙ্গে সঙ্গেই করাচি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। করাচি বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণের অনুমতি চান ক্যাপ্টেন। সেই বিষয়ে সবুজ সংকেত মিলতেই বিমান অবতরণ করানো হয় করাচিতে। সঙ্গে সঙ্গে ছুটে আসেন চিকিৎসকদের দল। কিন্তু আব্দুল্লাহকে দেখেই তাঁরা জানান, আগেই মৃত্যু হয়েছে তাঁর।
ঘটনায় একটি বিবৃতি দিয়ে একথা জানিয়ে শোক প্রকাশ করেছে ইন্ডিগো এয়ারলাইন। ‘আমরা অত্যন্ত মর্মাহত। আমাদের শুভেচ্ছা এবং প্রার্থনা ওঁর পরিবারের সঙ্গে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় আমরা বিমানের অন্যান্য যাত্রীদের যত দ্রুত সম্ভব স্থানান্তরিত করার চেষ্টা করছি,’ জানিয়েছে সংস্থাটি।
সূএ: আনন্দবাজার