সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৯ পূর্বাহ্ন

মানুষের শরীর নিয়ে ২০ মজার তথ্য

  • টাইম আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২৩ কত বার দেখা হয়েছে
মানুষের শরীর নিয়ে ২০ মজার তথ্য

মানুষের শরীর একটি আশ্চর্য বস্তু। এর পরতে পরতে লুকিয়ে আছে চমক। আজও বিজ্ঞানীরা শরীরের সমস্ত রহস্যের উদ্ঘাটন করতে পারেননি। চলুন জেনে নেওয়া যাক শরীর নিয়ে কিছু অজানা তথ্য- জীবদ্দশায় একজন মানুষ প্রায় ১৫০ লাখ কোটি তথ্য মনে রাখতে পারে। মানুষের মস্তিষ্ক প্রতি ঘণ্টায় ২৭৪ কিলোমিটার বেগে স্নায়ুতে অনুভূতি প্রেরণ করতে পারে। এছাড়াও ক্যামেরার পরিভাষায় মানুষের চোখ ৫৭৬ মেগাপিক্সেলের।

 

মানুষের নাক আর কানের বৃদ্ধি কখনো বন্ধ হয় না। মানুষের দেহের চার ভাগের এক ভাগ হাড়ই থাকে তার পায়ে। খাবার খেতে মাত্র কয়েক মিনিট লাগলেও তা সম্পূর্ণ হজম করতে আপনার শরীরের প্রায় ১২ ঘণ্টা সময় লাগে। মানুষের ডিএনএ-এর ৯৮.৪ শতাংশ শিম্পাঞ্জির সাথে এবং ৭০ শতাংশ জোঁকের সাথে মিলে যায়। মানুষের মস্তিষ্ক দিনের বেলার তুলনায় ঘুমের সময় বেশি সক্রিয় থাকে।

বিজ্ঞাপন

 

মানুষের মস্তিষ্ক অক্সিজেন ছাড়া বড়োজোর পাঁচ থেকে দম মিনিট বেঁচে থাকতে পারে। জীবনে যদি একবারও চুল না কাটেন, তবে তা ৭২৫ কিলোমিটার লম্বা হবে। পৃথিবীতে একমাত্র একটি প্রাণীই চিৎ হয়ে ঘুমাতে পারে, তা হলো মানুষ। সুস্থ সবল কিডনি প্রতিদিন প্রায় ৩০০ বার মানুষের শরীরের রক্ত পরিষ্কার করে।

 

বিজ্ঞাপন

একজন মানুষের জীবদ্দশায় তার শরীর থেকে ২২ কেজি চামড়া খসে পড়ে। মানুষের মস্তিষ্কের স্মৃতিশক্তি ধারণ ক্ষমতা ৪ টেরাবাইটেরও বেশি। পাকস্থলীতে তৈরি অ্যাসিড লোহা পর্যন্ত গলিয়ে দিতে পারে। মানুষের আঙুলের ছাপ তৈরি হয় মাত্র ৩ মাস বয়সে, তাও ভ্রূণ অবস্থায়। মানুষের মুখের লালায় ওপিওরফিন নামে এক পেনকিলার পাওয়া যায়, যেটা মরফিনের থেকে ৬ গুণ বেশি শক্তিশালী। আমাদের মস্তিষ্কে যে বিদ্যুৎশক্তি আছে তা দিয়ে একটা ১০ ওয়াটের বাল্ব জ্বালানো সম্ভব।

 

window.fbAsyncInit = function() {
FB.init({
appId : ‘1488263831660245’,
xfbml : true,
version : ‘v11.0’
});
FB.AppEvents.logPageView();
};

(function(d, s, id){
var js, fjs = d.getElementsByTagName(s)[0];
if (d.getElementById(id)) {return;}
js = d.createElement(s); js.id = id;
js.src = “https://connect.facebook.net/en_US/sdk.js”;
fjs.parentNode.insertBefore(js, fjs);
}(document, ‘script’, ‘facebook-jssdk’));

নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..