বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৭:০২ পূর্বাহ্ন

যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন ৮ম বারের মতো বাবা হবেন

  • টাইম আপডেট : শনিবার, ২০ মে, ২০২৩
  • ২৩ কত বার দেখা হয়েছে
যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন ৮ম বারের মতো বাবা হবেন

তৃতীয় সন্তানের অপেক্ষায় আছেন বরিস জনসন-ক্যারি দম্পতি। তাদের আগের দুই সন্তান রয়েছে; তিন বছরের উইলফ ও দুই বছরের রোমি।

ক্যারির এটি তৃতীয় সন্তানের অপেক্ষা হলেও জনসনের ৮ম সন্তান। আগের সংসারে চার সন্তানের জনক ব্রিটেনের প্রধানমন্ত্রী।

Celebrating novo mobile

বিবিসির খবরে বলা হয়েছে, এর আগে এক নারীর সঙ্গে সম্পর্ক গড়েছিলেন জনসন, যেখানে এক সন্তানের জন্ম হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের স্ত্রী ক্যারি জনসন।

তিনি লেখেন, গত আট মাস ধরে আমি ‘বেশ ক্লান্তবোধ করছি’। কয়েক সপ্তাহের মধ্যে ছোট্ট একজনের সঙ্গে সাক্ষাৎ হবে, আমরা আর অপেক্ষা করতে পারছি না।

২০২১ সালের মে মাসে ক্যারিকে বিয়ে করেন জনসন। জনসনের প্রথম স্ত্রীর সঙ্গে আরও চার সন্তান রয়েছে।

ক্যারি ইনস্টাগ্রামে আরও লেখেন, ‘আবারও বড় ভাই হচ্ছে, সে জন্য উইলফ খুবই উত্তেজিত এবং এটা নিয়ে সে ক্রমাগত কথা বলে যাচ্ছে। রোমি কিছু বুঝতে পারছে বলে মনে হয় না… শিগগির বুঝবে!

গত বছর সেপ্টেম্বরে পদত্যাগ করেন জনসন। তিনি যুক্তরাজ্যের প্রায় ২০০ বছরের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী, যিনি দায়িত্বে থাকাবস্থায় বিয়ে করেছেন। ক্যারি তার তৃতীয় স্ত্রী।

নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..