বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি)। বন্ধ করে দেয়া হয়েছে এর ব্যাংকিং কার্যক্রম।
স্থানীয় সময় গতকাল শুক্রবার এই সিদ্ধান্তের পর ব্যাংকটির যাবতীয় আমানতের নিয়ন্ত্রণ ইউএস ফেডারেল ডিপোজিট ইন্সুরেন্স করপোরেশনের (এফডিআইসি) হাতে চলে গেছে বলে জানিয়েছে সিএনএন।
যুক্তরাষ্ট্রে বৃহত্তম বেসরকারি ঋণদাতাদের মধ্যে অন্যতম এই সিলিকন ভ্যালি ব্যাংক। প্রতিষ্ঠানটির বিপর্যয়ের মধ্যদিয়ে ২০০৮ সালের পর এটিই দেশটির ইতিহাতে ব্যাংকিং খাতে এলো বড় অনিশ্চয়তার কালো মেঘ।
রয়টার্স বলছে, এফডিআইসি যে দায়িত্বে এসেছে, এর মাধ্যমে তারা আমানতকারী এবং পাওনাদারসহ গ্রাহকদের অর্থ ফেরত দিতে ব্যবস্থা নেবে।