বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৪:০১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে ধুলা ঝড়ে একের পর এক গাড়ি দুর্ঘটনা, নিহত ৬

  • টাইম আপডেট : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৯ কত বার দেখা হয়েছে
যুক্তরাষ্ট্রে ধুলা ঝড়ে একের পর এক গাড়ি দুর্ঘটনা, নিহত ৬


যুক্তরাষ্ট্রের ইলিনয়ের একটি মহাসড়কে ধুলা ঝড়ের কারণে দৃশ্যমানতা প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসায় তমপক্ষ্যে ৬০টি গাড়ি একের পর এক সিরিজ দুর্ঘটনায় পড়লে ৬ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ৪০ থেকে ৬০টি যাত্রীবাহী গাড়ি ও একাধিক ট্রাক্টর-ট্রেইলর ট্রাকসহ ৩০টি বাণিজ্যিক যান সোমবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে ইলিনয়ের দক্ষিণাঞ্চলে ইন্টারস্টেট ৫৫ নামের মহাসড়কটিতে এই দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনায় দুটি বড় ট্রাকে আগুনও ধরে যায়। খবর রয়টার্সের।

 

Celebrating novo mobile

পুলিশ বলছে, শিকাগোর প্রায় ৩২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমের ফার্মসভিল শহরের কাছে ইন্টারস্টেট ৫৫ মহাসড়কটির সোয়া তিন কিলোমিটার লম্বা অংশের উভয় পাশেই এ দুর্ঘটনাগুলো হয়েছে।

৩০ জনের বেশি আহতকে আশপাশের হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনকও। আহতদের মধ্যে ২ বছর বয়সি শিশু যেমন আছে, তেমনি ৮০ বছরের বৃদ্ধও আছে বলে জানিয়েছে পুলিশ।

এসব দুর্ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মন্টগোমারি কাউন্টি করোনারের কার্যালয়ের প্রধান সহকারী জোলেতা হিল।



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published.

এই ধরণের আরো খবর জানতে..
%d bloggers like this: