সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৩ পূর্বাহ্ন

যেভাবে ৯৬ কেজি থেকে ৫২-তে সারা আলি খান!

  • টাইম আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮ কত বার দেখা হয়েছে
যেভাবে ৯৬ কেজি থেকে ৫২-তে সারা আলি খান!

বলিউড নবাব সাইফ আলী খানের কন্যা সারার অভিনয়ের সঙ্গে সঙ্গে তাঁর সৌন্দর্যের ভক্তের সংখ্যা কম নয়। বলিউডে অভিষেকের আগে তার ওজন ছিল ৯৬ কেজি।

নিজের স্থূলতা নিয়ে কোনো দিনই অভিযোগ করেননি সারা। নির্দ্বিধায় নিজের পুরনো ছবি বা ভিডিও শেয়ার করেন তিনি, যা অন্য নায়িকারা করে থাকেন না।

Celebrating novo mobile

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সারার একটি পুরনো ছবি ভাইরাল হয়েছে। সেখানে বাবা সাইফের পাশে দেখা গেল ৯৬ কেজি ওজনের সারাকে। অভিনেত্রীর কলেজ জীবনের ছবি এটি।

প্রথমবার এই ছবি দেখলে সারাকে চিনতে ভুল করবেন অনেকেই। সারার ট্রান্সফরমেশন নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক। এই ছবি ভাইরাল হতেই অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।

সারার এই ট্রান্সফরমেশনে মুগ্ধ এক অনুরাগী লেখেন— কী ধরনের ট্রান্সফরমেশন এটি সারা! পরিশ্রমটা এভাবেই জারি রাখো, অনেক ভালোবাসা।’ আরেকজন লেখেন— একেই বলে ডেটিকেশন, দুর্দান্ত সারা।

২০১৮ সালে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুরের সঙ্গে ‘কেদারনাথ’-সিনেমা দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় সারার। এর আগে বাড়তি ওজন কমিয়ে ফেলেন তিনি।

বর্তমানে ৫২ কেজি ওজনের সারা সেই সময় ছিলেন ৯৬ কেজির। কীভাবে ৪৪ কিলো ওজন কমালেন তিনি? কলেজে পড়ার সময় ফাস্টফুড (পিৎজা, বার্গার) খেয়ে ওজন বেড়েছিল তার, সঙ্গে ছিল পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সমস্যা। এ অবস্থায় নারীদের ওজন হু হু করে বাড়তে থাকে। নিয়মিত ডায়েট আর জিম করেই ওজন কমিয়েছেন সারা।

প্রথমে সারাদিন প্রচুর হাঁটতেন। সঙ্গে ছিল সাইক্লিং ও ট্রেডমিল। তার পর ওজন বেশখানিক কমলে নিয়মিত জিমে যেতে শুরু করেন অভিনেত্রী। অসম্ভব জেদ আর অধ্যবসয়কে কাজে লাগিয়েই এমন পারফেক্ট ফিগার পেয়েছেন সারা।

ওজন ঝরানোর ব্যাপারে সারা জানিয়েছিলেন, যেখানে পিৎজা পাওয়া যায়, সেখানে প্রোটিনও পাওয়া যায়। যেখানে চকলেট পাওয়া যায়, সেখানে স্যালাডও পাওয়া যায়। ব্যস এটিই। আমি সেগুলো করেই ওজন কমিয়েছি আর কিছুটা ওয়ার্ক আউট করে নিয়ম মেনে বাঁচাটাই জরুরি।’

নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..