সৌদিআরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ‘স্মার্ট ট্রাভেল জার্নি’ পরীক্ষা বাস্তবায়নের ঘোষণা দিয়েছে রিয়াদ এয়ারপোর্টস কোম্পানি। ফলে, যাত্রীরা বোর্ডিং পাস ছাড়াই তাদের ডিজিটাল ফেসপ্রিন্ট দ্বারা ভ্রমণ করতে পারবেন। এতে বোর্ডিংসময় কমপক্ষে ২০ শতাংশ হ্রাস করবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি নিরাপত্তা সর্বাধিক করার সময় প্রক্রিয়াটি ত্বরান্বিত করবে এবং বিমানবন্দরে যাত্রীসেবা আরো উন্নত করবে।
এর আগে দেশটির রাষ্ট্রীয় নিউজ এজেন্সি এসপিএ জানিয়েছে, রিয়াদ বিমানবন্দরকে বিশাল এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ছয়টি সমান্তরাল রানওয়ে থাকা এ বিমানবন্দরে ২০৩০ সালের মধ্যে ১৩ কোটি সফরকারী চলাচল করতে পারবে। এই বিমানবন্দরের মধ্যেই কিং সালমান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি হবে। ৫৭ বর্গকিলোমিটার এলাকাজুড়ে নির্মিত হবে বিমানবন্দর। এখানে আগামী ২০৫০ সালের মধ্যে ১ লাখ ৩ হাজার প্রত্যক্ষ ও পরোক্ষ চাকরির সুযোগ তৈরি হবে।
window.fbAsyncInit = function() {
FB.init({
appId : ‘1488263831660245’,
xfbml : true,
version : ‘v11.0’
});
FB.AppEvents.logPageView();
};
(function(d, s, id){
var js, fjs = d.getElementsByTagName(s)[0];
if (d.getElementById(id)) {return;}
js = d.createElement(s); js.id = id;
js.src = “https://connect.facebook.net/en_US/sdk.js”;
fjs.parentNode.insertBefore(js, fjs);
}(document, ‘script’, ‘facebook-jssdk’));