আদিল দুরানিকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রাখি সাওয়ান্ত। আর সে কারণে এবার রোজা পালন করছেন রাখি।
গতকাল শনিবার বন্ধুদের নিয়ে ইফতার পার্টির আয়োজন করেন তিনি। সামাজিক মাধ্যমে এসেছে সেই ভিডিও।
রাখিকে সারাদিনের রোজা পালনের শেষে ইফতার পার্টিতে নানান ফলসহ আরও নানান খাবার সাজিয়ে বসতে দেখা গিয়েছে। রোজা ভাঙার আগে ইফতারের দোয়া পাঠ করতে দেখা যায় রাখিকে।
এর আগে রাখি ইনস্টাগ্রামে সকলকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেছিলেন, এটা তার প্রথম রোজা।
রাখি জানিয়েছিলেন, ২০২২-এ আইনি বিয়ে ছাড়াও, ইসলাম নিয়ম অনুসারে আদিলকে নিকাহ করেছেন।