শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫০ পূর্বাহ্ন

রোজা রাখার পর ইফতার পার্টির আয়োজন করলেন রাখি

  • টাইম আপডেট : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৮ কত বার দেখা হয়েছে
রোজা রাখার পর ইফতার পার্টির আয়োজন করলেন রাখি


আদিল দুরানিকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রাখি সাওয়ান্ত। আর সে কারণে এবার রোজা পালন করছেন রাখি।

গতকাল শনিবার বন্ধুদের নিয়ে ইফতার পার্টির আয়োজন করেন তিনি। সামাজিক মাধ্যমে এসেছে সেই ভিডিও।

Celebrating novo mobile

রাখিকে সারাদিনের রোজা পালনের শেষে ইফতার পার্টিতে নানান ফলসহ আরও নানান খাবার সাজিয়ে বসতে দেখা গিয়েছে। রোজা ভাঙার আগে ইফতারের দোয়া পাঠ করতে দেখা যায় রাখিকে।

এর আগে রাখি ইনস্টাগ্রামে সকলকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেছিলেন, এটা তার প্রথম রোজা।

রাখি জানিয়েছিলেন, ২০২২-এ আইনি বিয়ে ছাড়াও, ইসলাম নিয়ম অনুসারে আদিলকে নিকাহ করেছেন।



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..