লিবিয়ার একটি স্থান থেকে প্রায় আড়াই টনের মতো প্রাকৃতিক ইউরেনিয়াম হারিয়ে গেছে বলে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণকারী পরিদর্শকরা দেখতে পেয়েছেন।
জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষকরা গত মঙ্গলবার বিষয়টি জানতে পারেন। খবর রয়টার্স।
গতকাল বুধবার আন্তর্জাতিক পারমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি সদস্য দেশগুলোর উদ্দেশ্যে একটি গোপনীয় বিবৃতি দেন।
গত বছর ওই স্থানে পরিদর্শনের পরিকল্পনা থাকলেও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে স্থগিত করতে হয়েছিল। পরে গত ১৪ মার্চ স্থানটি পরিদর্শন করেন কর্মকর্তারা।
আইএইএ পরিদর্শকরা আনুমানিক আড়াই টন প্রাকৃতিক ইউরেনিয়াম ধারণকারী ১০টি ড্রাম নির্ধারিত স্থানে পাননি। অপসারিত ইউরেনিয়াম কোথায় রয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিবৃতিতে।
সেখানে বলা হয়, ইউরেনিয়ামের বর্তমান অবস্থান সম্পর্কে অজ্ঞতা তেজস্ক্রিয় বিকিরণের ঝুঁকি তৈরি করতে পারে, পাশাপাশি পরমাণু নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি করে।
২০০৩ সালে লিবিয়ার তৎকালীন নেতা মুয়াম্মার গাদ্দাফি দেশটির পারমাণু অস্ত্র কর্মসূচি বন্ধ করে দেন। ২০১১ সালে ন্যাটো সমর্থিত গণঅভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর থেকে লিবিয়ায় অস্থিরতা বিরাজ করছে।