মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৬:০২ অপরাহ্ন
News Headline :
সরকারের বদনাম করতে ভারতীয় হাই কমিশনারের কাছে গিয়েছিল বিএনপি: ওবায়দুল কাদের দুবাইয়ে ‘প্রভাবশালী নারী’ অ্যাওয়ার্ড পেলেন আবিদা হোসেন রমজান উপলক্ষে মধ্যপ্রাচ্যে মূল্যছাড়ের প্রতিযোগিতা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা দৃঢ় প্রতিজ্ঞ : স্পিকার র‍্যানসমওয়্যারের আক্রমণে ডাউন বাংলাদেশ বিমানের ই-মেইল সার্ভার দুর্নীতি প্রতিরোধে দুদককে সোচ্চার হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির মাঝ আকাশে হঠাৎ হার্ট অ্যাটাক, মায়ানমারে জরুরি অবতরণ মন্ত্রীদের অফিসিয়াল ফোনে টিকটক নিষিদ্ধ করল যুক্তরাজ্য ১৬৭ বছরের পুরনো সুইস ব্যাংকটি কিনে নিচ্ছে ইউবিএস পারমাণবিক যুদ্ধের প্রস্তুতির নির্দেশ কিমের

শহীদ আসাদের আত্মত্যাগ গণতন্ত্রপ্রেমী মানুষের জন্য অনুপ্রেরণা: রাষ্ট্রপতি

  • টাইম আপডেট : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৬ কত বার দেখা হয়েছে
শহীদ আসাদের আত্মত্যাগ গণতন্ত্রপ্রেমী মানুষের জন্য অনুপ্রেরণা: রাষ্ট্রপতি


ঊনসত্তরের গণআন্দোলনে আত্মত্যাগের কথা স্মরণ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, গণতন্ত্র ও স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে শহীদ আসাদ একটি অমর নাম।

আজ শুক্রবার শহীদ আসাদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার দেওয়া বাণীতে তিনি এ কথা বলেন।

Celebrating novo mobile

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, শহীদ আসাদ দিবস, দেশের গণতন্ত্রের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি তৎকালীন পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে দেশের ছাত্র সমাজের ১১-দফা দাবির মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান ওরফে আসাদ।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে শহীদ আসাদ একটি অমর নাম। ঊনসত্তরের গণআন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদের আত্মত্যাগ আন্দোলনে নতুন মাত্রা যোগ করে।

স্বাধিকারের দাবিতে সোচ্চার সকল শ্রেণি-পেশার মানুষ জেল-জুলুম উপেক্ষা করে রাজপথে নেমে আসে। পর্যায়ক্রমে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে থাকে। পরবর্তীতে সেই আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়। পতন হয় স্বৈরশাসক আইয়ুবের। এ গণঅভ্যুত্থানের পথ ধরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

রাষ্ট্রপতি বলেন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে শহীদ আসাদের আত্মত্যাগ আমাদের মুক্তিসংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসে একটি অনন্য মাইলফলক। গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তাঁর এ অসামান্য অবদান দেশের গণতন্ত্রপ্রেমী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

শহীদ আসাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন আবদুল হামিদ।



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published.

এই ধরণের আরো খবর জানতে..