বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:০৪ পূর্বাহ্ন

শাকিবকে মিস করেন কিনা, প্রশ্নে যা বললেন অপু বিশ্বাস 

  • টাইম আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩
  • ২২ কত বার দেখা হয়েছে
শাকিবকে মিস করেন কিনা, প্রশ্নে যা বললেন অপু বিশ্বাস 


সম্প্রতি একটি টেলিভিশনে সাক্ষাৎকারে অপু বিশ্বাসকে প্রশ্ন করা হয়- শাকিবের সঙ্গে কাটানো কোনো মুহূর্ত মিস করেন কিনা?

উত্তরে অপু বিশ্বাস বলেন, এখন তো ছোট শাকিব আমার সঙ্গে ঘুরে। তাই ওই মুহূর্ত কোথা থেকে মিস করব?

Celebrating novo mobile

অপু বিশ্বাস বলেন, আসলে মিসিংটা তখনই হতো, যদি সে আমার থেকে অনেকটা দূরত্বে থাকত এবং কোনো যোগাযোগই না থাকত। যেহেতু তার আর আমার মধ্যে তেমন দূরত্ব নেই, তাই মিসিংয়ের ব্যাপারটা ওইভাবে অনুভব করি না।

দীর্ঘদিন প্রেমের পর ২০০৮ সালে গোপনে বিয়ে করেন দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। পরে ২০১৬ সালে তাদের ঘর আলোকিত করে আসে সন্তান আব্রাম খান জয়। ক্যারিয়ারের কথা ভেবে শাকিব-অপু দুজনেই সন্তানের জন্মের বিষয়টি গোপন রাখেন।

পরে দুজনের সম্পর্কে ফাটল ধরলে ২০১৮ সালে একে অপরকে ডিভোর্স দেন। তবে ডিভোর্স হলেও তাদের মধ্যে দূরত্ব নেই বলে জানান অপু বিশ্বাস।



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..