হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অর্ধকোটি টাকার স্বর্ণসহ মো. ফারুক নামে একজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গতকাল রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার এস এম মিজানুর রহমান।
তিনি জানান, গতকাল রাতে মো. ফারুক খাঁ (৫০) বিমানবন্দরের বহুতল কার-পার্কিং সংলগ্ন মসজিদের প্রধান গেটের সামনের ফুটপাত এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সাদা পোষাকে দায়িত্ব পালন করা এপিবিএনের গোয়েন্দা সদস্যদের সন্দেহ হয়। তাকে চ্যালেঞ্জ করলে তিনি অপ্রাসঙ্গিক উত্তর দিতে থাকেন।
এসময় তাকে আটক করে বিমানবন্দরে এপিবিএনের অফিসে নিয়ে আসা হয়। এপিবিএন অফিসে আসার পর বিস্তারিত জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেন, তার কাছে স্বর্ণ রয়েছে। এ সময় তাকে তল্লাশি করা হলে তার পরনের কালো রঙ্গের প্যান্টের ডান পকেট থেকে তিনি নিজ হাতে চারটি গোল্ডবার এবং ১৩৮ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ৬০২ গ্রাম স্বর্ণ বের করে দেন, যার বাজারমূল্য অর্ধকোটি টাকার বেশি।
মিজানুর রহমান আরও জানান, আটক ফারুক স্বর্ণের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এ বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।