শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০১:৩৪ পূর্বাহ্ন

শাহজালাল বিমানবন্দরে ১২ পিস সোনার বার সহ আটক ২

  • টাইম আপডেট : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ২১ কত বার দেখা হয়েছে
শাহজালাল বিমানবন্দরে ১২ পিস সোনার বার সহ আটক ২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দু’টি বিশেষ অভিযান চালিয়ে ১২ পিস সোনার বারসহ দুই ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ।

জব্দকৃত সোনার মোট ওজন ১ কেজি ৩৯২ গ্রাম। উদ্বারকৃত সোনার বর্তমান বাজার মূল্য প্রায় সোয়া কোটি টাকা। এপিবিএন পুলিশ জানিয়েছে, আটককৃতদের নাম মো: ফিরোজ মিয়া (৩৯) ও মো: বিল্লাল (৫৩)। গ্রেফতারকৃত ফিরোজ রাজধানীর সবুজবাগ থানার ১১/১ নং বাড়ির আব্দুর রশিদ মাদবর’র পুত্র।

Celebrating novo mobile

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার এস এম মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বিমানবন্দরের আগমনী ক্যানোপি-২ এর কার-পার্কিং এলাকায় অভিযান চালিয়ে বিল্লালকে ৬ পিস সোনাসহ আটক করা হয়।

এস এম মিজানুর রহমান জানান, বিমানবন্দরের আগমনী ক্যানোপি-২ এর কার-পার্কিং এলাকার উত্তর পাশের সড়কের উপর সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে সাদা পোষাকে দায়িত্ব পালন করা এপিবিএনের গোয়েন্দা সদস্যদের সন্দেহ হয়। তখন তাকে চ্যালেঞ্জ করলে তিনি অপ্রাসঙ্গিক উত্তর দিতে থাকেন।

এসময় তাকে আটক করে বিমানবন্দরে এপিবিএনের অফিসে নিয়ে আসা হয়। এপিবিএন অফিসে আসার পর বিস্তারিত জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বিল্লাল স্বীকার করেন তার কাছে স্বর্ণ রয়েছে।

তিনি আরো জানান, এ সময় তাকে তল্লাশী করা হলে তার পরিহিত অ্যাশ কালারের প্যান্টের ডান পকেট থেকে তিনি নিজ হাতে ৬ পিস সোনার বার বের করে দেন। যার ওজন হল ৬৯৬ গ্রাম। এ সময় তিনি এই স্বর্ণের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি নাই।

এদিকে, এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার এস এম মিজানুর রহমান জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী ক্যানোপি-১ এর পার্কিং এলাকায় অভিযান চালিয়ে ৬৯৬ গ্রাম ওজনের ৬ পিস সোনাসহ মোঃ ফিরুজ মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

মিজানুর রহমান জানান, অভিযুক্ত মোঃ ফিরুজ মিয়া বিমানবন্দরের আগমনী ক্যানোপি-১ এর এলাকায় কার পার্কিং এলাকার সমানের এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সাদা পোষাকে দায়িত্ব পালন করা এপিবিএনের গোয়েন্দা সদস্যদের সন্দেহ হয়। তাকে চ্যালেঞ্জ করলে তিনি অপ্রাসঙ্গিক উত্তর দিতে থাকেন। এসময় তাকে আটক করে বিমানবন্দরে এপিবিএনের অফিসে নিয়ে আসা হয়। এপিবিএন অফিসে আসার পর বিস্তারিত জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেন, তার কাছে স্বর্ণ রয়েছে।

এপিবিএন পুলিশ জানান, এ সময় তাকে তল্লাশী করা হলে তার পরিহিত কফি রঙ্গের প্যান্টের ডান পকেট থেকে তিনি নিজ হাতে ৬ টি গোল্ডবার বের করে দেন। যার ওজন ৬৯৬ গ্রাম। এ সময় তিনি এই স্বর্ণের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেন নাই।

তাদের দুই জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদেরকে পুলিশের নিকট সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..