সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১১ পূর্বাহ্ন

শেখ হাসিনা সবার ভাগ্য পরিবর্তন করেছেন: ড. সেলিম মাহমুদ

  • টাইম আপডেট : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২১ কত বার দেখা হয়েছে
শেখ হাসিনা সবার ভাগ্য পরিবর্তন করেছেন: ড. সেলিম মাহমুদ

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একদিকে যেমন দেশে বৈপ্লবিক উন্নয়ন করেছেন, অন্যদিকে দেশের সকল মানুষের ভাগ্য পরিবর্তন করেছেন। সমকালীন বিশ্বে এরকম দক্ষ, সাহসী, মেধাবী, মানবতাবাদী ও দেশপ্রেমিক নেতা বিরল। দেশের মানুষের স্বার্থেই আরও বহু বছর রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে হবে।’

চাঁদপুরের কচুয়া উপজেলার ৭ নম্বর সদর দক্ষিণ ইউনিয়নের হোসেনপুর গ্রামে এবং ৯ নম্বর কড়ইয়া ইউনিয়নের দক্ষিণ ডুমুêরিয়া গ্রামে ‘দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তন, শেখ হাসিনার অবদান’ শীর্ষক বাংলাদেশ আওয়ামী লীগের উঠান বৈঠকে প্রধান আলোচক হিসেবে সেলিম মাহমুদ এসব কথা বলেন।

Celebrating novo mobile

তিনি আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শুধু বাংলাদেশ প্রতিষ্ঠা করে দিয়ে যাননি, তিনি এই রাষ্ট্রকে একটি টেকসই এবং শক্তিশালী অর্থনীতির রাষ্ট্র হিসেবে গড়ে তোলার সকল ব্যবস্থা করে দিয়ে গিয়েছিলেন। কিন্তু ১৯৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশের আদর্শ বিরোধী শক্তি বাংলাদেশকে সকল ক্ষেত্রে পিছিয়ে রেখেছিল। জাতির পিতার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা বাংলাদেশের হাল ধরেছেন। তিনি যুগান্তকারী সকল উন্নয়নের মাধ্যমে দেশকে পাল্টে দিয়েছেন। এত অল্প সময়ের মধ্যে বিশ্বে কোন রাষ্ট্রনায়ক তার দেশে এতো ব্যাপকভিত্তিক উন্নয়ন করতে পারেনি।’

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বলেন, ‘শেখ হাসিনার এই ব্যাপক উন্নয়নের মূল সুবিধাǣভোগী এদেশের জনগণ। তিনি সত্যিকার অর্থে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করেছেন। ২০০৬ সালে বিএনপি যখন ক্ষমতা ছাড়ে তখন দেশের মাথাপিছু আয় ছিল মাত্র ৫১০ মার্কিন ডলার। শেখ হাসিনা মাত্র ১৪ বছরে মাথাপিছু আয় ২৯০০ ডলারে উন্নীত করেছেন।’

ড. সেলিম মাহমুদ কচুয়ার হোসেনপুর গ্রামে অবস্থিত জাতির পিতার ঘনিষ্ঠ সহচর অ্যাডভোকেট আব্দুল আউয়ালের কবর জিয়ারত শেষে কচুয়ায় আওয়ামী লীগের উঠান বৈঠক কর্মসূচি শুরু করেন।

কচুয়ায় এই উঠান বৈঠকগুলোতে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দিন হাতেম।

নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..