শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০২:২০ পূর্বাহ্ন

সরকারের সমালোচনা করা রাষ্ট্রদ্রোহিতা নয়, গণতন্ত্র: মির্জা ফখরুল

  • টাইম আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩
  • ২৩ কত বার দেখা হয়েছে
সরকারের সমালোচনা করা রাষ্ট্রদ্রোহিতা নয়, গণতন্ত্র: মির্জা ফখরুল


সরকারের খারাপ কাজগুলো নিয়ে সমালোচনা করা কোনো রাষ্ট্রদ্রোহিতা নয়, গণতন্ত্রের নিয়ম বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

আজ রবিবার দুপুরে ঠাকুরগাঁও মির্জা রুহুল আমিন মিলনায়তনে বিএনপির ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার সম্মেলনের ২য় অধিবেশনে এ কথা বলেন তিনি।

Celebrating novo mobile

তিনি বলেন, সরকারের খারাপ কাজগুলো নিয়ে সমালোচনা করা তো কোনো রাষ্ট্রদ্রোহিতা নয়, এটাই গণতন্ত্রের নিয়ম। এই সরকার তাদের অন্যায় সম্পর্কে কেউ কিছু বললেই মামলা দিয়ে কণ্ঠরোধ করতে চায়। কিন্তু গণতন্ত্রের নিয়ম হচ্ছে সরকারের খারাপ কাজ নিয়ে সমালোচনা করতে হবে। কিন্তু বর্তমান সরকার সেটা করতে দিতে চায় না।

তিনি আরও বলেন, এই সরকার পরিকল্পিতভাবে রাষ্ট্রের বিচার বিভাগ থেকে শুরু করে মিডিয়া, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীগুলোকে দলীয়করণ করে ফেলেছে। আজকে দেশে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এখন সাংবাদিকরাও কিছু লিখতে পারে না। তাদেরও ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দেয়া হচ্ছে। জাতিসংঘ বলছে, সারাদেশের মানুষ এক হয়ে বলছে ডিজিটাল আইন বাতিল করতে হবে। তখন আইনমন্ত্রী বলছেন, এই আইন বাতিল করা যাবে না।

এসময় আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন আইন তৈরি করেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..