শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০১:৩৫ পূর্বাহ্ন

সার্বিয়ার গ্রামে বন্দুক হামলায় নিহত ৮

  • টাইম আপডেট : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ২২ কত বার দেখা হয়েছে
সার্বিয়ার গ্রামে বন্দুক হামলায় নিহত ৮


একদিনের ব্যবধানে সার্বিয়ায় আবারো বন্দুক হামলার ঘটনা ঘটল। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুবোনা গ্রামে বন্দুকধারীর গুলিতে অন্তত আটজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। খবর সিএনএন।

 

এর আগে শিক্ষার্থীর গুলিতে রাজধানী বেলগ্রেডে কয়েক শিশু নিহত হয়।

 

Celebrating novo mobile

গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। একদল লোককে লক্ষ্য করে আক্রমণকারী স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি করেন। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্দুকধারী পলাতক রয়েছে। উরোস বি হিসেবে চিহ্নিত ২১ বছর বয়সী সন্দেহভাজন তরুণকে লক্ষ্য করে পরোয়ানা জারি হয়েছে। ওই ব্যক্তি লুকিয়ে থাকতে পারে এমন একটি এলাকায় পুলিশ ঘিরে রেখেছে।

 

ঘটনাটিকে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে বিশদ কিছু উল্লেখ করেনি।

 

এর আগে গত বুধবার (৩ মে) বেলগ্রেডের একটি স্কুলে ১৩ বছর বয়সী এক বালক সহপাঠীদের ওপর গুলি চালানোর খবরে সারা দেশ কেঁপে উঠে। ওই ঘটনায় নিরাপত্তারক্ষীসহ অন্তত আট শিশু নিহত হয়। এর একদিন পর আরো আটজনের মৃত্যুর খবর এল।

 

ব্যক্তিগত অস্ত্রের মালিকানা ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি সার্বিয়ায় হলেও ব্যাপক গুলি চালানোর ঘটনা তুলনামূলকভাবে বিরল। দেশটিতে কঠোর অস্ত্র আইন রয়েছে।

 

১৯৯০ এর দশকে যুদ্ধ ও অস্থিরতার পরবর্তীতে হাজার হাজার অবৈধ অস্ত্র পশ্চিম বলকানে ছড়িয়ে পড়ে। ২০১৯ সালের তথ্য অনুসারে, সার্বিয়ায় প্রতি ১০০ জনে ৩৯.১টি আগ্নেয়াস্ত্র রয়েছে।



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..