বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল চট্টগ্রাম থেকে মাস্কাটগামী সালাম এয়ারের একটি ফ্লাইট। বৃহস্পতিবার (২ মার্চ) এক বিবৃতিতে সালাম এয়ার জানিয়েছে, চিটাগাং থেকে মাস্কাটগামী সালাম এয়ার বিমানের ইঞ্জিনে আগুন (Fire) দেখা দেয়। তারপরই মহারাষ্ট্রের নাগপুরে বিমানটির জরুরি অবতরণ করানো হয়। গতকাল রাতে বাংলাদেশ থেকে মাসকট ফিরছিল বিমানটি। বিমানে ২০০ জন যাত্রী ছিলেন। যদিও তারা সবাই সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছে সালাম এয়ার।
ওমানের জাতীয় গণমাধ্যম ওমান ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, মাঝ আকাশে চলন্ত ফ্লাইটে কার্গো হোল্ডে ধোঁয়া ধরা পড়ার অ্যালার্ম বেজে উঠে। এতে তাৎক্ষনিক নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেন পাইলট। এর পরপরই, জরুরী এবং প্রকৌশল দল দ্বারা বিমানটি পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় এটি মূলত কারিগরি ত্রুটির কারণে হয়েছিলো। কোনো আগুন ধরার ঘটনা ঘটেনি। পরে বিমানটি মাস্কাটের উদ্দেশে রওয়ানা দেয়।
window.fbAsyncInit = function() {
FB.init({
appId : ‘1488263831660245’,
xfbml : true,
version : ‘v11.0’
});
FB.AppEvents.logPageView();
};
(function(d, s, id){
var js, fjs = d.getElementsByTagName(s)[0];
if (d.getElementById(id)) {return;}
js = d.createElement(s); js.id = id;
js.src = “https://connect.facebook.net/en_US/sdk.js”;
fjs.parentNode.insertBefore(js, fjs);
}(document, ‘script’, ‘facebook-jssdk’));