সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৮:০১ অপরাহ্ন

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি

  • টাইম আপডেট : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ২২ কত বার দেখা হয়েছে
সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি


সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুলপুর এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠনে কথা জানিয়েছে জেলা প্রশাসন।

শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তদন্ত কমিটি গঠনের বিষয়টি তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের স্টাফ অফিসার প্লাবন কুমার বিশ্বাস।

Celebrating novo mobile

তিনি বলেন,  সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের তরফ থেকে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নিয়ে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।

কমিটির সদস্যদের নাম পরে জানানো হবে বলেন জানান তিনি।

এর আগে শনিবার বিকেলে দিকে কদমরসুলপুর এলাকার সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে ৫ জনের মৃত্যু হয় এবং দগ্ধ হয়েছে আরও ১৭ জন।



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..