মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৭:৫৪ অপরাহ্ন
News Headline :
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ বিমানের হজ ফ্লাইটের প্রকৌশলীদের দরকারি সনদ নেই, যাত্রীদের জন্য ঝুঁকি বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্স এর সনদপত্র বিতরণ বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব সরকারের বদনাম করতে ভারতীয় হাই কমিশনারের কাছে গিয়েছিল বিএনপি: ওবায়দুল কাদের দুবাইয়ে ‘প্রভাবশালী নারী’ অ্যাওয়ার্ড পেলেন আবিদা হোসেন রমজান উপলক্ষে মধ্যপ্রাচ্যে মূল্যছাড়ের প্রতিযোগিতা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা দৃঢ় প্রতিজ্ঞ : স্পিকার র‍্যানসমওয়্যারের আক্রমণে ডাউন বাংলাদেশ বিমানের ই-মেইল সার্ভার দুর্নীতি প্রতিরোধে দুদককে সোচ্চার হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির

সেতুতে টোল দিতে হবে প্রধানমন্ত্রী-মন্ত্রীদেরও, অব্যাহতি পাবেন একমাত্র রাষ্ট্রপতি

  • টাইম আপডেট : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৪ কত বার দেখা হয়েছে
সেতুতে টোল দিতে হবে প্রধানমন্ত্রী-মন্ত্রীদেরও, অব্যাহতি পাবেন একমাত্র রাষ্ট্রপতি


সেতুতে টোল দিতে হবে প্রধানমন্ত্রী-মন্ত্রীদেরও, অব্যাহতি পাবেন একমাত্র রাষ্ট্রপতি গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করার পর টোল দিয়ে সেতু পাড়ি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদ্মা সেতুসহ সেতু বিভাগের আওতাধীন সব সেতুতে রাষ্ট্রপতি বহনকারী গাড়ি টোল অব্যাহতির সুবিধা পাবে। তিনি ছাড়া প্রধানমন্ত্রী, মন্ত্রীসহ সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কেউ এ সুবিধা পাবেন না। এমনকি সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে ওবায়দুল কাদের সেতুতে টোল অব্যাহতির সুযোগ পেয়ে আসলেও এখন থেকে তিনি আর এ সুবিধা পাবেন না।

Celebrating novo mobile

আজ বৃহস্পতিবার সেতু কর্তৃপক্ষের বোর্ডসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় বোর্ড চেয়ারম্যান হিসেবে ওবায়দুল কাদের সভাপতিত্ব করেন। রাজধানীর বনানীতে সেতু ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ওবায়দুল কাদের এসব সিদ্ধান্তের কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সেতুতে যান তখন তিনি টোল পরিশোধ করেন। আমি সেতুমন্ত্রী হিসেবে টোল অব্যাহতি পেয়ে থাকি কিন্তু আমি নিজেও টোল দিয়ে যাতায়াত করি। বোর্ডসভার সিদ্ধান্ত অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ছাড়া আর কেউ এ সুবিধা পাবেন না। তবে ফায়ার সার্ভিসসহ জরুরি সেবার গাড়িগুলো টোলের বাইরে থাকবে।

ওই সভায় ১০টি এজেন্ডা ছিল। সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ভিআইপি প্রটোকলে থাকা গাড়িগুলো টোল না দিয়ে যাতায়াত করত। এ সিদ্ধান্তের ফলে সব ধরনের গাড়িকে টোল দিয়ে সেতুতে চলতে হবে। ওই সভায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে সর্বনিম্ন দরদাতা এইচপিসিসি-শেল নামক যৌথ প্রতিষ্ঠানকে অনুমোদন করা হয়।এছাড়া পদ্মা সেতুর ১৮০ একর জমি নর্থওয়েস্ট কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মাদারীপুর প্রান্তে সেতু বিভাগের ওই জমিতে সোলার পাওয়ার প্ল্যান্ট বসানোর শর্তে এ জমি ইজারা দেওয়া হয়।



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published.

এই ধরণের আরো খবর জানতে..