এক সপ্তাহের মধ্যে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে রেসিডেন্সি, শ্রম আইন এবং সীমান্ত সুরক্ষা বিধি লঙ্ঘনকারী প্রায় ১৩ হাজার ৮৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৫ মার্চ) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে, গত ২৩ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত সৌদি আরব জুড়ে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ইউনিটের যৌথ অভিযানচলাকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮ হাজার ১ জন আবাসিক ব্যবস্থা লঙ্ঘনকারী, ৩ হাজার ৮৩২ জন সীমান্ত সুরক্ষা বিধি লঙ্ঘনকারী এবং ২ হাজার ৬৫ জন শ্রম আইন লঙ্ঘনকারী। এছাড়া , সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের ৫১ শতাংশ ইয়েমেনি, ৪১ শতাংশ ইথিওপিয়ান এবং ৮ শতাংশ অন্যান্য জাতীয়তা ছিল। পাশাপাশি ৫২ জনকে সৌদি আরব থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় গ্রেপ্তার করা হয়েছে।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০ হাজার ৯১৮ জন আইন লঙ্ঘনকারী বর্তমানে আইনি প্রক্রিয়ার অধীনে রয়েছেন, যার মধ্যে ১৭ হাজার ৫৩৫ জন পুরুষ এবং ৩ হাজার ৩৮৩ জন নারী।
window.fbAsyncInit = function() {
FB.init({
appId : ‘1488263831660245’,
xfbml : true,
version : ‘v11.0’
});
FB.AppEvents.logPageView();
};
(function(d, s, id){
var js, fjs = d.getElementsByTagName(s)[0];
if (d.getElementById(id)) {return;}
js = d.createElement(s); js.id = id;
js.src = “https://connect.facebook.net/en_US/sdk.js”;
fjs.parentNode.insertBefore(js, fjs);
}(document, ‘script’, ‘facebook-jssdk’));