শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০১:১৬ পূর্বাহ্ন

সৌদি এয়ারলাইনের হজ ফ্লাইট শুরু

  • টাইম আপডেট : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২৮ কত বার দেখা হয়েছে
সৌদি এয়ারলাইনের হজ ফ্লাইট শুরু


বাংলাদেশ থেকে হজ ফ্লাইট কার্যক্রম শুরু করেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন।

গতকাল বুধবার দিবাগত রাতে ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে সৌদি এয়ারলাইনের প্রথম হজ ফ্লাইট।

Celebrating novo mobile

রাতে আশকোনা হজ ক্যাম্পে সৌদি এয়ারলাইনের হজ ফ্লাইটের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য মো. রেয়াদাদ হোসেন, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি শাহাদাত হোসাইন তসলিম, হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম।

বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, বাংলাদেশি হজ যাত্রীদের দ্রুত ভিসা প্রদানের জন্য দূতাবাসের কর্মীরা আন্তরিকভাবে কাজ করছে। একই সময়ে প্রবাসী কর্মীদের ভিসার বিষয়টিও নিরবচ্ছিন্ন রয়েছে। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সুসম্পর্কের কারণে কারণে হজ ব্যবস্থাপনা সহজ হয়েছে। বাংলাদেশিরা সৌদি ইমিগ্রেশন বাংলাদেশেই করছেন, সেখানে নেমে তাদের কোনও অপেক্ষা করতে হচ্ছে না।

হাব সভাপতি শাহাদাত হোসাইন তসলিম বলেন, অতীতের চেয়ে বর্তমানে হজ ব্যবস্থাপন আরও অনেক বেশি সুন্দর হয়েছে। সৌদি সরকারের সহায়তার কারণে ভিসা ও ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ হওয়ায় হজযাত্রীদের কষ্ট লাঘব হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। শুক্রবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ থেকে হজ যাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস। এ বছর বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন হজ পালনে যাচ্ছেন। এর মধ্যে মোট যাত্রীর অর্ধেক ৬১ হাজার ১১১ জোন হজযাত্রী পরিবহন করবে বিমান। বাকী হজযাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স ও ফ্লাই নাস।



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..