স্ত্রীর সঙ্গে অভিমান করে মো. মিজানুর রহমান মৃধা (৩৪) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। মঙ্গলবার রাত ১১টায় উপজেলার সোনাইছড়ী ইউনিয়নের বার আউলিয়া কাজলীপাড়া আবুধাবি প্রবাসী জসিম উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান বরগুনা জেলার তালতলী থানার পশ্চিম গাবতলী ছোটবগি গ্রামের মো. হোসেন মৃধার ছেলে।
প্রতিবেশী সূত্রে জানা যায়, মিজানুর চার মাস ধরে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ী ইউনিয়নের বার আউলিয়া কাজলীপাড়া সন্দ্বীপ নিবাসী আবুধাবি প্রবাসী জসিম উদ্দিনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। মঙ্গলবার সন্ধ্যায় মিজানুরের সঙ্গে তার স্ত্রী মোসাম্মৎ ময়নার (২৭) মোবাইলে এমবি ভরা নিয়ে ঝগড়া হয়। এতে স্ত্রী রাগ করে পার্শ্ববর্তী বাসায় চলে যান। এ সময় সবার অগোচরে স্বামী মিজানুর রহমান ঘরের সিলিংফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।
স্ত্রী ময়না কিছুক্ষণ পর পার্শ্ববর্তী বাসা থেকে নিজের বাসায় ফিরে এসে দেখেন স্বামী সিলিংফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে ঝুলে আছে। এ ঘটনা দেখে স্ত্রী ময়না চিৎকার করতে থাকলে পার্শ্ববর্তী বাসার লোকজন এসে পুলিশকে খবর দেন।
একই বাসার ভাড়াটিয়া বেলাল মিস্ত্রি বলেন, আমি এশার নামাজ পড়ে বাসায় এসে মৃধার স্ত্রীর চিৎকার শুনে তার বাসায় গিয়ে দেখি মৃধা সিলিংফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে ঝুলে আছে। সীতাকুণ্ড মডেল থানার এসআই মো. নাছির উদ্দীন ভুঁইয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
window.fbAsyncInit = function() {
FB.init({
appId : ‘1488263831660245’,
xfbml : true,
version : ‘v11.0’
});
FB.AppEvents.logPageView();
};
(function(d, s, id){
var js, fjs = d.getElementsByTagName(s)[0];
if (d.getElementById(id)) {return;}
js = d.createElement(s); js.id = id;
js.src = “https://connect.facebook.net/en_US/sdk.js”;
fjs.parentNode.insertBefore(js, fjs);
}(document, ‘script’, ‘facebook-jssdk’));