সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৮:৩৫ অপরাহ্ন

হলিউডে পা রাম চরণের, অস্কার ভারতে পৌঁছানোর আগেই!

  • টাইম আপডেট : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ২০ কত বার দেখা হয়েছে
হলিউডে পা রাম চরণের, অস্কার ভারতে পৌঁছানোর আগেই!


ভারতের দক্ষিণী অভিনেতা রাম চরণ ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গান দিয়েই অস্কার পেয়েছেন। এর আগে এ গানের বদৌলতে হলিউডে তুমুল জনপ্রিয়তা পান এ অভিনেতা।

বর্তমানে ‘আরআরআর’-এর অস্কার জয়ের আমেজ উপভোগ করছেন তেলেগু তারকা রাম চরণ। দক্ষিণী ছবি থেকে শুরু করে বলিউড— সর্বত্র নিজেকে প্রমাণ করেছেন রাম চরণ। তবে এবার কি অভিনেতার হলিউডে যাওয়ার গুঞ্জন উঠেছে।

Celebrating novo mobile

আন্তর্জাতিক চলচ্চিত্রে পা রাখার কথা ভাবছেন কিনা, প্রশ্ন করতেই রহস্যময় জবাব নায়কের। রাম বললেন, এত তাড়াতাড়ি কিছু বলাটা ঠিক হবে না।

আনন্দবাজার সূত্র জানায়, ইতোমধ্যে হলিউডের ছবির চুক্তিতে সই করে দিয়েছেন রাম চরণ। যদিও মুখে বলতে নারাজ।

অভিনেতাকে বলতে শোনা যায়, লসঅ্যাঞ্জেলেসের ওপর ছেড়ে দিচ্ছি ব্যাপারটা। কথাবার্তা চলছে। কিন্তু সব কিছুর একটা পদ্ধতি আছে। হোক আগে। আমার মা বলে, নজর না লাগে!

২০২২ সালের মার্চ মাসে মুক্তি পেয়েছিল এসএস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’। বক্স অফিসে একের পর এক নজির গড়ে বিপুল বাণিজ্যিক সাফল্য নিয়ে ছবিটি পাড়ি দিয়েছিল বিদেশে। কেড়ে নিয়েছে বিশ্ববাসীর মন। এই ছবির ‘নাটু নাটু’ গানের অস্কার জয় প্রমাণ করে দিয়েছে ভাষা কোনো বাধা নয়। ছবিটির মুখ্য দুটি চরিত্রের একটিতে ছিলেন অভিনেতা রাম চরণ।

বর্তমানে ‘আর সি ১৫’ ছবির শেষ পর্যায়ের শুটিং নিয়ে ব্যস্ত তিনি। ২০২৪ সালের জানুয়ারি মাসে এ ছবিটির প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। রামের বিপরীতে থাকছেন কিয়ারা। তবে বলিউডেও শিগগিরই দেখা যেতে পারে রামকে। সব ঠিক থাকলে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে রাম আবার ফিরবেন বলিউডে।



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..