বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:২৯ পূর্বাহ্ন

হার্ভার্ডের শিক্ষককে কুরআন উপহার দিলেন রিজওয়ান; সহপাঠীদের অনুপ্রেরণা করেছেন বাবর

  • টাইম আপডেট : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ২৫ কত বার দেখা হয়েছে
হার্ভার্ডের শিক্ষককে কুরআন উপহার দিলেন রিজওয়ান; সহপাঠীদের অনুপ্রেরণা করেছেন বাবর

দেশের বাইরে পড়াশোনা করতে গিয়ে মুহূর্তটা স্মরণীয় করে রেখেছেন মোহাম্মদ রিজওয়ান। হার্ভার্ডে কোরআন উপহার দিলেন পাকিস্তান উইকেটরক্ষক ব্যাটার।

Celebrating novo mobile

হার্ভার্ড বিজনেস স্কুলের (এইচবিএস) এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রামে যাওয়ার সিদ্ধান্ত কদিন আগে নিয়েছেন বাবর-রিজওয়ান। এইচবিএসের ‘দ্য বিজনেস অব এন্টারটেইনমেন্ট, মিডিয়া অ্যান্ড স্পোর্টস’ প্রোগ্রামে ৩১ মে থেকে ৩ জুন তাঁরা অংশ নিয়েছিলেন। গতকাল প্রোগ্রামের শেষ দিনে এইচবিএসের এক শিক্ষিকাকে কোরআন শরীফ উপহার দিয়েছেন রিজওয়ান। অন্যদিকে বাবরের উপস্থিতি হার্ভার্ডেও সহপাঠীদের ওপর দারুণ প্রভাব ফেলেছে। পাকিস্তান অধিনায়কের সঙ্গে ছবি তুলে সামাজিকমাধ্যমে এক নারী সহপাঠী লিখেছেন, ‘ক্রিকেটার হিসেবে পরবর্তীতে ক্যারিয়ার গড়ব।’

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের বোস্টনে অবস্থিত এইচবিএস মূলত হার্ভার্ড বিশ্ববিদ্যালের শাখা। সেই প্রোগ্রামের প্রস্তুতি নিতে একসঙ্গে পড়াশোনা করেছেন বাবর ও রিজওয়ান। নিজেদের একসঙ্গে পড়াশোনা করার ছবি ছবি টুইটারে পোস্ট করে বাবর ক্যাপশন দিয়েছিলেন, ‘ইয়ে কেয়া হো রাহা হ্যায়?’ যার বাংলা অর্থ কী হচ্ছে? ক্যাপশনের সঙ্গে ছিল হাসির ইমোজি।  বাবর-রিজওয়ানের একসঙ্গে পড়াশোনা করার ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায় দ্রুত।

ক্রিকেটার হিসেবে এইচবিএসের বিজনেস এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রামে অংশ নেওয়া বাবর,রিজওয়ানই প্রথম। এর আগে কোনো ক্রিকেটার এই প্রোগ্রামে অংশ নেননি। তবে এর আগে অন্যান্য খেলার তারকা অংশ নিয়েছেন এইচবিএসের এই প্রোগ্রামে।ব্রাজিলের তারকা ফুটবলার কাকা, স্পেনের জেরার্ড পিকে, জার্মানির অলিভার কানরা তাঁদের মধ্যে অন্যতম।

নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..