সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৩ পূর্বাহ্ন

হ্যাক করে ৮০ লাখ ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্ট নম্বর চুরি

  • টাইম আপডেট : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১৮ কত বার দেখা হয়েছে
হ্যাক করে ৮০ লাখ ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্ট নম্বর চুরি


৮০ লাখ ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্ট নম্বর চুরির ঘটনায় তোলপাড় অস্ট্রেলিয়ায়। গতকাল সোমবার ডিজিটাল পেমেন্ট এবং ঋণদানদারী সংস্থা ল্যাটিটিউড জানিয়েছে, গত ১৬ মার্চ অস্ট্রেলিয়ার ও নিউ জিল্যান্ডের প্রায় ৮০ লাখ ড্রাইভারের লাইসেন্স নম্বর চুরির ঘটনা ঘটেছে।

শুধু ড্রাইভিং লাইসেন্সই নয়, ৫৩ হাজার পাসপোর্টের নম্বর এবং একশ’র কম গ্রাহকের মাসিক আর্থিক বিবরণী চুরি শনাক্ত করেছে অস্ট্রেলিয়ার ফিনটেক ফার্ম। এ বিষয়ে মেলবোর্নভিত্তিক সংস্থাটি বলেছে, চুরি যাওয়া আইডি তথ্য প্রতিস্থাপনে আগ্রহী গ্রাহকরা। তাদেরকে তা ফেরতও দেওয়া হবে। ২০০৫ সালে আরও ৬১ লাখ তথ্য চুরির ঘটনা ঘটে।

Celebrating novo mobile

সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহমেদ ফাহুর এক বিবৃতিতে বলেন, ‘ক্ষতিগ্রস্ত প্ল্যাটফর্মগুলো নিয়ে কাজ করছি আমরা। কার্যক্রমে পুনরায় ফিরে আসার সঙ্গে সঙ্গে অতিরিক্ত নিরাপত্তা পর্যবেক্ষণ করছি।’ গত কয়েক মাসে সাইবার হামলার কথা জানিয়ে আসছিল দেশটির কয়েকটি সংস্থা। সাইবার নিরাপত্তাজনিত কারণে এমনটি ঘটেছে।

২০২২ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার মুঠোফোন অপারেটর ‘অপ্টাস’ জানিয়েছিল, তাদের এক কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি যায়। যা অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ। অপ্টাসের ভাষ্য, সাইবার হামলা চালিয়ে তথ্য চুরি করা হয়।

সূত্র: সিএনএন



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..