বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৭:২৮ পূর্বাহ্ন

১০০ বছর পর বই ফেরত এলো লাইব্রেরিতে

  • টাইম আপডেট : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২৪ কত বার দেখা হয়েছে
১০০ বছর পর বই ফেরত এলো লাইব্রেরিতে


একটি বই প্রায় ১০০ বছর পর মার্কিন লাইব্রেরিতে ফিরে এলো। আমেরিকান ইতিহাসবিদ বেনসন লসিং মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস সংক্রান্ত বইটি ১৮৮১ সালে প্রকাশ করেন। ক্যালিফোর্নিয়ার সেন্ট হেলেনা পাবলিক লাইব্রেরি থেকে বইটি নেয়া হয়েছিল, ফিরিয়ে দেবার তারিখ হিসেবে বইটিতে উল্লেখ ছিলো ২১ ফেব্রুয়ারি ১৯২৭। যদিও মাত্র কয়েকদিন আগে বইটি লাইব্রেরিতে হস্তান্তর করা হয়। ইতিমধ্যেই ৯৬ বছর অতিবাহিত হয়েছে। যে ব্যক্তি বইটি ফেরত দিয়েছেন তিনি যাওয়ার আগে নিজের কোনও বিবরণ দিয়ে যাননি।

গ্রন্থাগারের পরিচালক ক্রিস ক্রেইডেন বলছেন, তিনি লাইব্রেরির কাছে কোনও জরিমানার অর্থ দিয়ে যাননি। যদিও জরিমানার অর্থ গুনলে তা দাঁড়ায় আজকের দিনে প্রায় ১৭৫৬ ডলার। যদিও বইটির ভেতরের পাতায় লেখা ছিলো: “এই বইটি দুই সপ্তাহের জন্য রাখা যেতে পারে” এবং “বইটি ছিঁড়ে গেলে বা বই হারিয়ে যাওয়ার জন্য অবশ্যই অর্থ প্রদান করতে হবে”। লাইব্রেরির কর্মীরা এখন যে ব্যক্তি বইটি ফেরত দিয়েছেন তাঁকে খোঁজার চেষ্টা করছেন। সেন্ট হেলেনা পাবলিক লাইব্রেরি তার ইনস্টাগ্রাম পেজে আশ্চর্যজনক গল্পটি পোস্ট করেছে।

Celebrating novo mobile

বইটির কোনোরকম ক্ষতি এড়াতে একটি কাঁচের কেসে প্রদর্শিত করা হয়েছে। গ্রন্থাগার কর্মীদের অনুমান, ১৮৯২ সালে যখন ফ্রি পাবলিক লাইব্রেরি ভবনটি উদ্বোধন করা হয়েছিল তখন এই বইয়ের যে ৫৪০টি খণ্ড রাখা হয়েছিলো এটি তার মধ্যে একটি।



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..