আগামী ১ এপ্রিল থেকে যাত্রার ১০ দিন আগের ট্রেনের টিকেট অনলাইনে পাওয়ার ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। আগে অনলাইনে ৫ দিনের অগ্
রেলমন্ত্রী বলেন, আগামী ১ এপ্রিল থেকে যাত্রার ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের টিকেট অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। তবে সময় পরিবর্তনের সিদ্ধান্ত সমন্বয়ের জন্য ১ এপ্রিল তারিখে ৫-১১ এপ্রিল তারিখ পর্যন্ত যাত্রার অগ্রিম টিকেট বিক্রি করা হবে। আগামী ২ এপ্রিল থেকে নতুন নিয়মে ১০ দিনের অগ্রিম টিকিটের ব্যবস্থা কার্যকর হবে।
তিনি বলেন, ১ এপ্রিল থেকে কাউন্টার অনলাইনের মাধ্যমে যুগপৎভাবে সব টিকিট সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে। অর্থাৎ অনলাইন বা কাউন্টারে পৃথক কোনো কোটা থাকবে না।
ঈদযাত্রার সব টিকিট শুধুমাত্র অনলাইনে বিক্রি করা হবে জানিয়ে রেলমন্ত্রী বলেন, ঈদের অগ্রিম ও ফেরত যাত্রার টিকেট সময়সূচী অনুযায়ী ১৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সব টিকিট শুধুমাত্র অনলাইনে বিক্রি করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর ও রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসানসহ আরও অনেকে।