শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০১:০১ পূর্বাহ্ন

১২ প্রতিষ্ঠান পাচ্ছে বঙ্গবন্ধু শিল্প পুরস্কার

  • টাইম আপডেট : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২১ কত বার দেখা হয়েছে
১২ প্রতিষ্ঠান পাচ্ছে বঙ্গবন্ধু শিল্প পুরস্কার

দেশের শিল্প খাতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ১২ শিল্প প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২২ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আগামী মঙ্গলবার (৩ অক্টোবর) রাজধানীর আব্দুল গনি সড়কে অবস্থিত ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ১১টায় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। এ তথ্যটি জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়। এই পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, মাইক্রো, কুটির ও হাই-টেক শিল্প ক্যাটাগরিতে এই ছয় ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে। এ বছর হস্ত ও কারু শিল্প ক্যাটাগরিতে কোনো প্রতিষ্ঠান মনোনীত হয়নি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এবং শিল্প উদ্যোক্তা প্রতিষ্ঠানকে শিল্প খাতের অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিতীয়বারের মত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার প্রদান করা হচ্ছে।

যে ১২ টি শিল্প প্রতিষ্ঠান পুরুস্কার পাচ্ছে

রানার অটোমোবাইলস লিমিটেড, জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড, বিএসআরএম স্টিলস্ লিমিটেড, নিতা কোম্পানি লিমিটেড, নোমান টেরি টাওয়াল মিলস্ লিমিটেড, হযরত আমানত শাহ স্পিনিং মিলস্ লিমিটেড, বসুমতি ডিস্ট্রিবিউশন লিমিটেড, টেকনো মিডিয়া লিমিটেড, গ্রিন জেনেসিস ইঞ্জিনিয়ারিং লিমিটেড, সামসুন্নাহার টেক্সটাইল মিলস্, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং সুপার স্টার ইলেক্ট্রিক্যাল এক্সেসরিজ লিমিটেড।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এফবিসিসিআইর প্রেসিডেন্ট মো. মাহবুবুল আলম, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানাসহ অনেকে।

Celebrating novo mobile

নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..