এখনই পদক্ষেপ না নিলে ২০৩৫ সালের মধ্যে বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ স্থূলতা বা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগবে। এ সতর্ক বার্তা দিয়েছে ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশন। খবর বিবিসি।
এক প্রতিবেদন অনুসারে, স্বাস্থ্যগত এই জটিলতায় ৪০০ কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। শিশুদের মধ্যে স্থূলতার প্রবণতা সবচেয়ে বেশি হবে।
আফ্রিকা ও এশিয়ার নিম্ন বা মধ্যম আয়ের দেশগুলোতে সবচেয়ে বেশি প্রভাবিত হবে।
পূর্বাভাসে বলা হয়, ২০৩৫ সাল মধ্যে স্থূলতা সমস্যায় বার্ষিক খরচ দাঁড়াবে ৪ ট্রিলিয়ন ডলারের বেশি।
প্রতিবেদনটি আমলে নিয়ে এখনই পদক্ষেপ নিতে সতর্ক করে দিয়েছেন ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশনের সভাপতি অধ্যাপক লুইস বাউর।
এ প্রতিবেদন শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে স্থূলতার ক্রমবর্ধমান হারকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। এই হার ছেলে ও মেয়ে উভয়ের মধ্যে ২০২০ সালের তুলনায় দ্বিগুণ হবে।
নিম্ন আয়ের দেশে স্থূলতার প্রভাবও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। বিশ্বব্যাপী স্থূলতা সর্বাধিক বাড়তে পারে এমন ১০টি দেশের মধ্যে নয়টি আফ্রিকা ও এশিয়ার নিম্ন বা নিম্ন-মধ্যম আয়ের দেশ।
কারণ হিসেবে রয়েছে প্রক্রিয়াজাত খাবারের গ্রহণের অতিরিক্ত প্রবণতা, বেশির ভাগ সময় বসে কাজ করার অভ্যাস, খাদ্য সরবরাহ ও বিপণন নিয়ন্ত্রণের দুর্বল নীতি এবং ওজন ব্যবস্থাপনা ও স্বাস্থ্য শিক্ষাজনিত পরিষেবায় কম সহায়তা।
স্থূলতার হার বৃদ্ধির ফলে অর্থনীতিতে একটি উল্লেখযোগ্য প্রভাব পড়বে, যা বৈশ্বিক জিডিপি ৩ শতাংশের সমান।
প্রতিবেদনে প্রকাশিত তথ্যগুলো আগামী সোমবার (৬ মার্চ) জাতিসংঘে উপস্থাপন করা হবে।