শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০১:১২ পূর্বাহ্ন

৩ বছরের জন্য সাধারণ পাসপোর্ট পাচ্ছেন রাহুল গান্ধী

  • টাইম আপডেট : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২৬ কত বার দেখা হয়েছে
৩ বছরের জন্য সাধারণ পাসপোর্ট পাচ্ছেন রাহুল গান্ধী


কূটনৈতিক পাসপোর্টটা জমা দিয়েছিলেন আগেই। এবার সাধারণ পাসপোর্টের জন্য আবেদন। আপাতত কিছুটা স্বস্তি পেলেন রাহুল গান্ধী।

অবশেষে যাবতীয় জটিলতার অবসান। দিল্লি কোর্ট রাহুল গান্ধীর নতুন করে পাসপোর্ট তৈরির ক্ষেত্রে নো অবজেকশন দিয়েছে।

Celebrating novo mobile

কংগ্রেস নেতা আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন তিনি নতুন করে সাধারণ পাসপোর্ট করতে চান। তাকে নো অবজেকশন সার্টিফিটেক দেওয়া হোক। এরপর সবদিক বিবেচনা করে আদালত রাহুল গান্ধীর আবেদনকে গ্রহণ করেছে। তবে বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, এই নো অবজেকশন সার্টিফিকেট ৩ বছর পর্যন্ত বৈধ থাকবে।

সব মিলিয়ে নতুন করে পাসপোর্ট তৈরির ক্ষেত্রে আর কোনও বাধা রইল না কংগ্রেস নেতার রাহুল গান্ধীর। গত কয়েকদিন ধরেই এ নিয়ে বিভিন্ন মহলে স্নায়ুর চাপ বাড়ছিল। তবে আপাতত স্বস্তি মিলল আদালতে।

এদিকে শুক্রবার দিল্লি কোর্টে বিজেপি নেতা সুহ্মমণিয়ন স্বামী জানিয়েছিলেন, ব্রিটেনের এক অফিসার তাকে বলেছেন যে রাহুল গান্ধী নিজেকে ব্রিটিশ নাগরিক হিসাবে ঘোষণা করেছেন। সেক্ষেত্রে তার দাবি, ভারতীয় আইন মোতাবেক তার ভারতীয় নাগরিকত্ব বাতিল হওয়া দরকার।

তিনি আদালতে জানিয়েছিলেন, আমি সম্প্রতি ব্রিটেনে গিয়েছিলাম। সেখানে এক লোক আমায় জানিয়েছিলেন যে গান্ধী নিজেকে ব্রিটিশ নাগরিক হিসাবে ঘোষণা করেছেন। ভারতীয় আইন অনুসারে তার ভারতীয় নাগরিকত্ব সরাসরি বাতিল হওয়া দরকার।

সম্প্রতি গুজরাট হাইকোর্টে একটি মানহানি মামলার জেরে রাহুল গান্ধীর সাজা হয়েছিল। এরপরই তার সাংসদ পদ খারিজ হয়ে যায়। তিনি ডিপ্লোম্যাটিক পাসপোর্টটিও জমা দিয়ে দেন। এরপর সম্প্রতি তিনি নতুন সাধারণ পাসপোর্টের জন্য় আবেদন করেছেন। সেই সঙ্গেই তিনি আদালতে আবেদন করে জানিয়েছেন, এই পাসপোর্ট তৈরির ক্ষেত্রে তাকে নো অবজেকশন দেওয়া হোক। তবে এনিয়ে নানা আপত্তি তুলেছিলেন বিজেপি নেতা। কিন্তু শেষ পর্যন্ত সব দিকে বিবেচনা করে পাসপোর্ট তৈরির জন্য তাকে নো অবজেকশন দিল আদালত।



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..