বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:৪০ পূর্বাহ্ন

৭৬তম কান উৎসবের অফিসিয়াল সিলেকশন চূড়ান্ত

  • টাইম আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩
  • ২১ কত বার দেখা হয়েছে
৭৬তম কান উৎসবের অফিসিয়াল সিলেকশন চূড়ান্ত


প্রতিবছরের নেয় শুরু হতে যাচ্ছে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব। এই উৎসবের ৭৬তম আসরের অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে ৬২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ৪টি প্রামাণ্যচিত্র এবং ১টি টিভি সিরিজ।

উৎসবটির সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপামের জন্য মূল প্রতিযোগিতা শাখায় লড়বে ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ১টি প্রামাণ্যচিত্র। আঁ সেঁর্তা রিগা শাখায় ২০টি, প্রতিযোগিতার বাইরে ৬টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ১টি টিভি সিরিজ, মিডনাইট সেশনসে ৫টি, কান প্রিমিয়ারে ৭টি এবং স্পেশাল সেশনস শাখায় রাখা হয়েছে ৪টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ৩টি প্রামাণ্যচিত্র।

Celebrating novo mobile

এছাড়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মূল প্রতিযোগিতায় ১১টি এবং শিক্ষার্থী পরিচালকদের বিভাগ লা সিনেফে রয়েছে ১৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। কানের আরও দুই বিভাগ সিনেমা দ্যু লা প্লাজ এবং কান ক্ল্যাসিকসের অফিসিয়াল সিলেকশন এখনও ঘোষণা করা হয়নি।

দক্ষিণ ফরাসি উপকূলীয় শহর কানে আগামী ১৬ মে শুরু হবে উৎসবটি। উদ্বোধনী চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ফ্রান্সের মাই ওয়েন পরিচালিত ও হলিউড তারকা জনি ডেপ অভিনীত ‘জান দ্যু ব্যারি’। ভূমধ্যসাগরের তীরে এবারের আয়োজন চলবে ২৭ মে পর্যন্ত।



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..